Advertisement
E-Paper

রাষ্ট্রপুঞ্জের নির্বাচনে বিপুল ভোটে জয়ী ভারত, শোচনীয় হার পাকিস্তানের

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে ইকোসক-এর সদস্য নির্বাচিত হয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী, ইকোসক-এর সদস্য পদে নির্বাচিত হতে অন্তত দুই-তৃতীয়াংশ ভোট পাওয়ার দরকার হয়। ভারত তার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ১৮:৩৭
ইকোসক-এর নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছে ভারত। —প্রতীকী ছবি / সংগৃহীত।

ইকোসক-এর নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছে ভারত। —প্রতীকী ছবি / সংগৃহীত।

রাষ্টপুঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা ইকোসক-এর নির্বাচনে বিপুল ভোটে পুনর্নির্বাচিত হল ভারত। শোচনীয় পরাজয়ের মুখে পড়ল পাকিস্তান। গত তিন বছর ধরে এই পরিষদের সদস্য ছিল ভারত। এ বছরের শেষেই সেই মেয়াদ ফুরানোর কথা ছিল। কিন্তু ফের নির্বাচিত হওয়ায় ভারত ২০১৮-র প্রথম দিন থেকে আরও তিন বছরের জন্য রাষ্ট্রপুঞ্জের ইকনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসক) সদস্য থাকছে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে ইকোসক-এর সদস্য নির্বাচিত হয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী, ইকোসক-এর সদস্য পদে নির্বাচিত হতে অন্তত দুই-তৃতীয়াংশ ভোট পাওয়ার দরকার হয়। ভারত তার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে। ১৮৩টি ভোট পেয়ে ভারত পুনর্নির্বাচিত হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এশিয়া-প্যাসিফিক বিভাগে ভারতের চেয়ে বেশি ভোট পেয়েছে এক মাত্র জাপান। জাপান এবং ভারত, দুই দেশই এত দিনও ইকোসকের সদস্য ছিল। তারা পুনর্নির্বাচিত হল। এই অঞ্চল থেকে নতুন সদস্য হিসেবে নির্বাচিত হল ফিলিপিন্স। কিন্তু বর্তমান সদস্য পাকিস্তান আর জিততে পারেনি। ভারত এবং জাপানের মতো পাকিস্তানও পুনর্নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছিল। কিন্তু তারা মাত্র ১টি ভোট পেয়েছে।

( & )

ভারতের এই বিপুল জয়ের খবর জানিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইটও করেছেন। ভারতকে সমর্থন করার জন্য রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলিকে আকবরউদ্দিন ধন্যবাদ জানিয়েছেন।

রাষ্ট্রপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছ’টি শাখার মধ্যে একটি হল ইকোসক। অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপুঞ্জ কোন নীতি নিয়ে চলবে, তার রূপায়ণের জন্য বিভিন্ন দেশের মধ্যে কী ভাবে সমন্বয় সাধন করা হবে, ইকোসক-ই তা নির্ধারণ করে। আন্তর্জাতিক উন্নয়নের জন্য যে সব সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে গৃহীত হয়, তার রূপায়ণও এই ইকোসক-এর মাধ্যমেই হয়।

আরও পড়ুন: ওবামার কিউবা চুক্তি বাতিল ট্রাম্পের

ইকোসক-এ মোট ৫৪টি আসন। প্রতি বছর এক তৃতীয়াংশ সদস্যের অর্থাৎ ১৮ সদস্যের মেয়াদ শেষ হয়। স্বাভাবিক ভাবেই প্রতি বছর ১৮টি দেশ নতুন করে নির্বাচিত হয়। এ বার যে ১৮টি দেশ নির্বাচিত হয়েছে, তারা হল বেলারুস, ইকুয়েডর, এল সালভাদর, ফ্রান্স, জার্মানি, ঘানা, ভারত, আয়ারল্যান্ড, জাপান, মালাউই, মেক্সিকো, মরক্কো, ফিলিপিন্স, স্পেন, সুদান, টোগো, তুরস্ক এবং উরুগুয়ে। এদের মধ্যে ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, আয়ারল্যান্ড এবং ঘানা পুনর্নির্বাচিত হয়েছে। বাকিরা নতুন সদস্য হিসেবে নির্বাচিত হল।

United Nations Economic And Social Council ECOSOC India Pakistan ভারত পাকিস্তান ইকোসক
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy