কাবুল থেকে আমেরিকার উদ্ধারকারী বিমান সি-১৭ গ্লোবমাস্টারের চাকায় জড়িয়ে থাকতে দেখা গেল মানুষের দেহাবশেষ। কাতারের আল উদেদ বিমানঘাঁটিতে যখন বিমানটি নামে তখনই এই ভয়াবহ দৃশ্য সামনে আসে।
সোমবার কাবুলে উদ্ধারকাজের জন্য সি-১৭ গ্লোবমাস্টারকে পাঠিয়েছিল আমেরিকা। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই বিমানে ওঠার জন্য হামলে পড়েন শয়ে শয়ে আফগানি। দেশ ছেড়ে পালানোর মরিয়া চেষ্টায় হুড়োহুড়ি পড়ে গিয়েছিল বিমানবন্দরে।