Advertisement
E-Paper

যান্ত্রিক ত্রুটি, বাতিল ইতালি থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমান! দীপাবলিতে ঘরে ফেরা নিয়ে চিন্তায় শতাধিক ভারতীয়

শুক্রবার (স্থানীয় সময়) বিমানটি মিলান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগে ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। শেষে বিমানটি বাতিল করার সিদ্ধান্ত নেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২২:১৮
Hundreds stranded in Italy as Air India cancels their Delhi-bound flight due to technical issue

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সামনেই দীপাবলি। বিদেশে থাকা বহু ভারতীয়ই এই সময়ে ঘরে ফিরতে চান। অনেক দিন ধরেই তার পরিকল্পনা করেন। তেমনই একদল ভারতীয় আটকে পড়লেন ইটালির মিলান বিমানবন্দরে। যান্ত্রিক ত্রুটির কারণে মিলান থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন শতাধিক ভারতীয়। আদৌ দীপাবলিতে দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে যাত্রীদের মনে।

মিলান থেকে দিল্লিগামী এআই১৩৮ বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সমস্যার সূত্রপাত। শুক্রবার (স্থানীয় সময়) বিমানটি মিলান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগে ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ইঞ্জিনিয়ারেরা তা মেরামত করার চেষ্টা করেও লাভ হয়নি। শেষে বিমানটি বাতিল করার সিদ্ধান্ত নেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, যাত্রী এবং কেবিন ক্রুদের সুরক্ষাতেই তারা অগ্রাধিকার দেয়। সেই কথা বিবেচনা করে দিল্লিগামী এআই১৩৮ বিমানটি বাতিল করতে হয়েছে। যাত্রীদের থাকার জন্য হোটেলের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে বলে জানান এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র।

পাশাপাশি, ওই যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। আর তাতেই আরও সমস্যায় পড়েছেন যাত্রীরা। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, আসনের উপলব্ধতার উপর ভিত্তি করে আগামী ২০ অক্টোবর বা তার পরে বিকল্প বিমানের ব্যবস্থা করা যাবে না। ঘটনাচক্রে ২০ অক্টোবর, সোমবারই দীপাবলি। অর্থাৎ, মিলানের বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ভারতে ফেরা সোমবারের আগে সম্ভব নয়।

যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল হওয়ার ঘটনা নতুন নয়। অতীতে বার বার নানা কারণে প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও আবার আচমকা বিমানের জরুরি টার্বাইন খুলে যাওয়ার মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ডিজিসিএ-র প্রশ্নের মুখেও পড়েছে এয়ার ইন্ডিয়া।

Air India Flight Air India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy