বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতি নিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সঙ্গে আসন সমঝোতার পথ খোলা রেখেছিলেন হেমন্ত সোরেনের দল। কিন্তু এখনও পর্যন্ত আসনরফা চূড়ান্ত না-হওয়ায় বিহার নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নিল তারা। জানিয়ে দিল, বিহার ভোটে ছ’আসনে প্রার্থী দেবে তারা।
কোন কোন আসনে তারা প্রার্থী দেবে, সেই তালিকাও প্রকাশ করেছে হেমন্তের দল। জেএমএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য জানান, চাকাই, ধামানদাহ, কাটোরিয়া, মণিহারি, জামুই এবং পিরপাইনটি— এই ছ’আসনে লড়বে জেএমএম। তবে কারা প্রার্থী হচ্ছেন, তা এখনও জানানো হয়নি হেমন্তের দলের তরফে। শুধু তা-ই নয়, বিরোধী জোটকে নির্বাচনী লড়াইয়ে ‘শত্রু’ বলেও উল্লেখ করেছে জেএমএম। সুপ্রিয় বলেন, ‘‘নির্বাচনে কোনও বন্ধুত্বপূর্ণ লড়াই হবে না। শত্রু হল শত্রুই। আমাদের কর্মীরা ১০ বছর ধরে বিহারে কাজ করছেন। তাঁদের জন্যই আমরা এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’’
বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (বিহারের রাজনীতিতে মহাগঠবন্ধন নামে পরিচিত)-তে আসন সমঝোতা নিয়ে এখনও টানাপড়েন রয়েছে। মূলত কংগ্রেস এবং আরজেডির মধ্যে দড়ি টানাটানি চলছে। জেএমএম আগেই জানিয়েছিল, তারা বিহার ভোটে লড়তে চায়। ১২ আসনের দাবি করেছিল তারা। বিরোধী জোটের নেতৃত্বের উদ্দেশে সময় বেঁধে দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু দেখা যায়, এখনও পর্যন্ত আসনরফা চূড়ান্ত করতে পারেনি ‘ইন্ডিয়া’।
চূড়ান্ত আসন বোঝাপড়া ঘোষণা হওয়ার আগেই নিজের মতো করে এক একটি করে আসনে প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে কংগ্রেস। প্রার্থীদের ছবি-সহ ওই পোস্টগুলিতে কংগ্রেসের দাবি, ‘ইন্ডিয়া’র সমর্থন নিয়েই তাঁদের প্রার্থী করা হয়েছে। শুধু তা-ই নয়, বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী।
আরও পড়ুন:
অন্য দিকে এ বারের নির্বাচনের জন্য ইতিমধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া চূড়ান্ত করে প্রার্থী দিতে শুরু করে দিয়েছে শাসক জোট ‘এনডিএ’। বিহারের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এবং জেডিইউ— দুই দলই সমানে সমানে আসন ভাগাভাগি করেছে। দুই দলই ১০১টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২৯টি আসনে লড়াই করবে অধুনাপ্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের দল এলজেপি (আর)। জিতনরাম মাঝীর হিন্দুস্থানি আওয়াম মোর্চা (হাম) এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) লড়াই করবে ছ’টি করে আসনে।
বিহারের ২৪৩টি বিধানসভা আসনে দু’দফায় ভোট হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১ নভেম্বর দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।