Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International News

ঝড়ে ‘কাঁপছেন’ সাংবাদিক, দিব্য হাঁটছেন বাকিরা, তুমুল হাসাহাসি টুইটারে

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়েদার চ্যানেল’-এর হারিকেন ‘ফ্লোরেন্স’ নিয়ে ওই ‘লাইভ কভারেজ’ নিয়ে তুমুল হাসাহাসি শুরু হয়েছে বিশ্বজুড়ে। সোশ্যাল মিডিয়ার দৌলতে।

‘লাইভ কভারেজ’-এ ব্যস্ত টিভির সাংবাদিক (বাঁ দিকে), পিছনে হাঁটছেন দুই পথচারী। ছবি টুইটারের সৌজন্যে।

‘লাইভ কভারেজ’-এ ব্যস্ত টিভির সাংবাদিক (বাঁ দিকে), পিছনে হাঁটছেন দুই পথচারী। ছবি টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
উইলমিংটন (নর্থ ক্যারোলিনা) শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৮
Share: Save:

ঝড়ের তাণ্ডব কতটা বোঝাতে, একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছেন! যেন দাঁড়িয়ে থাকতে পারছেন না কিছুতেই। ঝড় তাঁকে দোলাচ্ছে যেন সামনে, পিছনে। অনেকটা ঘড়ির পেন্ডুলামের মতো। আর তখনই ওই সাংবাদিকের পিছন দিয়ে নিশ্চিন্তে হাঁটতে দেখা যাচ্ছে দুই পথচারীকে। কংক্রিটের রাস্তা দিয়ে।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়েদার চ্যানেল’-এর হারিকেন ‘ফ্লোরেন্স’ নিয়ে ওই ‘লাইভ কভারেজ’ নিয়ে তুমুল হাসাহাসি শুরু হয়েছে বিশ্বজুড়ে। সোশ্যাল মিডিয়ার দৌলতে। ভিডিয়োটি টুইটারে আপলোডেড হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই তার ভিউয়ার-সংখ্যা পৌঁছছে ১ কোটিতে। ‘লাইক’ পড়েছে তিন লক্ষ। আর তাতে ব্যাপক ভাবে ‘ট্রোলড হয়েছে টেলিভিশন চ্যানেলটির ‘লাইভ কভারেজ’। টুইটে অনেকেই বলেছেন, ‘‘এমন নাটক করার দরকারটা কী ছিল? মানুষ তো বাস্তব পরিস্থিতিটাই জানতে চান। তাতে কেন এই ভাবে রং চড়ানো হল?’’

আমেরিকার পূর্ব উপকূলের নর্থ ক্যারোলিনার উইলমিংটন থেকে হারিকেন ‘ফ্লোরেন্স’-এর ওই ‘লাইভ কভারেজ’ করছিল ‘দ্য ওয়েদার চ্যানেল’। আর ক্যামেরার সামনে যিনি সাংবাদিকের ভূমিকায় ছিলেন, তিনি এক জন প্রবীণ মার্কিন আবহাওয়াবিদ মাইক স্পিডেল।

দেখুন সেই ‘লাইভ কভারেজ’-এর ভিডিয়ো

প্রশ্ন উঠেছে, স্পিডেলের মতো এক জন প্রবীণ আবহাওয়াবিদ কী ভাবে এমন ‘নাটক’ করতে পারলেন? কোন প্রয়োজনে?

ওই ভিডিয়ো দেখে টুইটারে কে কী বলেছেন...

' " " ' " " নিন্দাসমালোচনায় সোশ্যাল মিডিয়া ভেসে যাওয়ার পর মুখ খুলেছে ‘দ্য ওয়েদার চ্যানেল’। চ্যানেলের তরফে জানানো হয়েছে ‘‘এখানে এটা মনে করিয়ে দেওয়া ভাল ক্যামেরায় স্পিডেলের পিছনে যে দুই পথচারীকে দেখা গিয়েছে তাঁরা কংক্রিটে বাঁধানো রাস্তা দিয়ে হাঁটছিলেন। আর স্পিডেল দাঁড়িয়েছিলেন ভিজে ঘাসের ওপর। যেখানে বার বার তাঁর পা পিছলে যাচ্ছিল। সোজা দাঁড়িয়ে থাকা কিছুতেই সম্ভব হচ্ছিল না স্পিডেলের পক্ষে। তা ছাড়া দীর্ঘ ক্ষণের কভারেজের পর কিছুটা ক্লান্তও হয়ে পড়েছিলেন স্পিডেল।’’

নিন্দাসমালোচনায় সোশ্যাল মিডিয়া ভেসে যাওয়ার পর মুখ খুলেছে ‘দ্য ওয়েদার চ্যানেল’। চ্যানেলের তরফে জানানো হয়েছে ‘‘এখানে এটা মনে করিয়ে দেওয়া ভাল ক্যামেরায় স্পিডেলের পিছনে যে দুই পথচারীকে দেখা গিয়েছে তাঁরা কংক্রিটে বাঁধানো রাস্তা দিয়ে হাঁটছিলেন। আর স্পিডেল দাঁড়িয়েছিলেন ভিজে ঘাসের ওপর। যেখানে বার বার তাঁর পা পিছলে যাচ্ছিল। সোজা দাঁড়িয়ে থাকা কিছুতেই সম্ভব হচ্ছিল না স্পিডেলের পক্ষে। তা ছাড়া দীর্ঘ ক্ষণের কভারেজের পর কিছুটা ক্লান্তও হয়ে পড়েছিলেন স্পিডেল।’’

' " " ' " "

আরও পড়ুন- হারিকেন ‘ফ্লোরেন্স’-এর ভয়ে কাঁপছে আমেরিকার পূর্ব উপকূল​

আরও পড়ুন- ভয় দেখাচ্ছে মার্টল বিচের ‘শান্ত’ সমুদ্র​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE