Advertisement
E-Paper

লাইভ: ফ্লোরিডায় ইরমার তাণ্ডবে মৃত ৩

ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এলাকায় প্রচন্ড ঝড় হচ্ছে। উপকূলের দিকে ২০৯ কিলোমিটার বেগে বাতাস বইছে। বাড়িঘর ডুবিয়ে দেওয়ার মতো জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। গভর্নর স্কট আরও জানিয়েছেন, ইরমার তাণ্ডব শুরু হয়ে গেলে আর উদ্ধারকারী দল পাঠানো যাবে না, তাই যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় চলে যেতে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ২৩:০৮
ইরমার দাপটে ফ্লোরিডায় উল্টে গিয়েছে গাছ। ছবি: এএফপি।

ইরমার দাপটে ফ্লোরিডায় উল্টে গিয়েছে গাছ। ছবি: এএফপি।

জর্জিয়ায় জরুরি অবস্থা জারি করল প্রশাসন।

সাড়ে ১টা নাগাদ পাওয়া খবর অনুযায়ী, টাম্পা বে-তে সাড়ে ১২ হাজার পশুপাখিকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।

সামান্য হলেও গতি কমল ইরমার। ঘণ্টায় ১৯০ কিলোমিটার গতিবেগে বইছে ঝড়।

পাম বিচ কাউন্টিতে কার্ফু ভাঙার অভিযোগে গ্রেফতার ৪৩ জন।

ক্যারিবিয়ান উপকূলে মৃত অন্তত ২৫ জন।

হারিকেনের কবলে পড়ে গাড়ি দুর্ঘটনায় ফ্লোরিডায় মৃত ৩।

রাত সা়ড়ে ১১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইরমার দাপটে ফ্লোরিডায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ১০ লক্ষ মানুষ।

পশ্চিমাঞ্চলীয় উপকূলের ধরে এগিয়ে ফোর্ট মেয়ারস-এর অভিমুখে যেতে পারে ইরমা।

ভারতীয় সময় রাত পৌনে ১১টা নাগাদ পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় উপকূলে রয়েছে ইরমা।

ঘণ্টায় ২০৯ কিলোমিটারেরও বেশি গতিবেগে বইছে হাওয়া।

আমেরিকার মাটিতে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়ার পর ক্রমশই গতি বাড়ছে ইরমার।

ফ্লোরিডায় আঘাত হানতে শুরু করল ইরমা। তবে, আপাতত তার গতিবেগ অপেক্ষাকৃত কিছুটা কম। রবিবার ভোরের আলো ফোটার আগেই তাণ্ডব শুরু করেছে হারিকেন ইরমা।

এ দিন ইরমা আছড়ে পড়তেই প্রতি ঘণ্টায় ১৩০ মাইল বা ২০৯ কিলোমিটার বেগে হাওয়া বইতে শুরু করেছে। এর গতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইরমা আছড়ে পড়তেই সমুদ্র উত্তাল, আকাশ অন্ধকার, ভারী বৃষ্টি শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগাম সতর্কতা হিসাবে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গোটা ফ্লোরিডাতে। ফ্লোরিডা উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৬৫ লক্ষের বেশি বাসিন্দাকে। এঁদের মধ্যে রয়েছেন কয়েক হাজার ভারতীয়ও।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এলাকায় প্রচন্ড ঝড় হচ্ছে। উপকূলের দিকে ২০৯ কিলোমিটার বেগে বাতাস বইছে। বাড়িঘর ডুবিয়ে দেওয়ার মতো জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। গভর্নর স্কট আরও জানিয়েছেন, ইরমার তাণ্ডব শুরু হয়ে গেলে আর উদ্ধারকারী দল পাঠানো যাবে না, তাই যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় চলে যেতে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কী দশা করেছে ভয়াল ইরমা, দেখুন সেই ছবি

আরও পড়ুন: ইরমা-আতঙ্ক, ফ্লোরিডা ছাড়লেন ৫৬ লক্ষ মানুষ

আগেভাগেই তাই বাড়ির জানলা-দরজা কাঠের টুকরো লাগিয়ে বন্ধ করে দিয়েছেন বাসিন্দারা। ঘরে জমিয়েছেন বালির বস্তা। অনেক বেশি করে খাবার এবং জল সংগ্রহ করে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানের ওঠানামাও। শহরের স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেগুলিকে ত্রাণ শিবির হিসাবে কাজে লাগানোর প্রস্তুতি নিয়েছে ফ্লোরিডা সরকার। এই সমস্ত শিবিরে মজুত রাখা হয়েছে জীবনদায়ী ওষুধ। ২৪ ঘণ্টা উপস্থিত থাকবেন চিকিৎসক।

তড়িঘড়ি ঘরের পথে। ফ্লোরি়ডার টাম্পা বে-তে ইরমা দাপট শুরু। ছবি: এএফপি।

আমেরিকার রাষ্ট্রীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার পরিচালক ব্রক লং বলেন, ‘‘বিপজ্জনক হিসাবে চিহ্নিত এলাকাগুলো সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনা সবাইকে তৈরি রাখা হয়েছে।’’

দক্ষিণ ফ্লোরিডার উপর দিয়ে ইরমার সবচেয়ে ভয়ানক অংশটি যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে সেখান থেকে সবাইকেই নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে।

আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্রে খবর, আপাতত ক্যাটেগরি-৪-এ রয়েছে ইরমা। গতি বাড়িয়ে ক্যাটেগরি-৫ বা প্রায় ২৫০ কিলোমিটার গতিবেগে ইরমা তছনছ করতে পারে ফ্লোরিডাকে। ইতিমধ্যেই কিউবার ক্যামাগুয়ে দ্বীপপুঞ্জে ইরমার তাণ্ডবে প্রাণ হারিয়েছেন ২৫ জন। ধ্বংস-ক্ষয়ক্ষতির ছবিটা আরও ভয়ানক বলে আশঙ্কা করা হচ্ছে।

Hurricane Irma Florida ফ্লোরিডা ইরমা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy