নিউইয়র্কের কুইন্সে এক হমাম-সহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। নিহতেরা হলেন ইমাম আলাউদ্দিন আখনজি (৫৫) এবং তাঁর সহযোগী তারা মিয়া (৬৪)।
পুলিশ সূত্রে খবর, ওজোন পার্ক এলাকার আল ফোকরান জামে মসজিদের ইমাম ছিলেন আখনজি। ওই দিন প্রার্থনা শেষে তারা মিয়াকে সঙ্গে নিয়ে মসজিদ থেকে ফিরছিলেন ইমাম। সেই সময় ওই দুষ্কৃতী তাঁদের পিছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমামের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তারা মিয়ার।
নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর হেনরি সাউটনার জানান, এই হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে এটা হেট ক্রাইমের ঘটনা কিনা তা খতিয়ে দেখছেন তারা। আবার ডাকাতির সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশের একটি সূত্র। কারণ নিহতদের পকেটে নগদ কয়েকশো ডলার পাওয়া গিয়েছে।