ক্ষমতায় আসার ৩ বছরের মধ্যে প্রথমবার কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে ইমরান খান সরকার। পাক সংসদের নিম্নকক্ষে এ বার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে শাসক দল তেহরিক-ই-ইনসাফ-কে। সম্প্রতি সংসদের উচ্চকক্ষ অর্থাৎ সেনেটের ভোটে পরাস্ত হন পাক সরকারের অর্থমন্ত্রী। সেই পরাজয়ের পরেই নিম্নকক্ষে আস্থা ভোটের পথে হেঁটে নিজের ও তাঁর দলের শক্তি প্রতিষ্ঠিত করতে চাইছেন ইমরান।
সেনেটে অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখের পরাজয় শাসকদলকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। এই আসনে জয় পান ইউসুফ রাজা গিলানি।
কিন্তু উচ্চকক্ষে মাত্র একটি আসনে পরাস্ত হওয়ার পর, কেন নিম্নকক্ষের আস্থা ভোটের পথে হাঁটতে চাইছেন ইমরান? পাক বিদেশমন্ত্রী মহম্মদ কুরেশি বলেন, ‘‘শক্তিশালী জাতীয় সংসদের প্রতিনিধিদের দ্বারা সেনেটের ভোট নির্ধারিত হয়। সংসদে ইমরান সরকার যে এখনও যথেষ্ট শক্তিশালী, সেটা নতুন করে প্রমাণ করার জন্যই এই আস্থা ভোটের পথে হাঁটতে চাইছে সরকার। সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোট হলে ৩৪২ সদস্যের নিম্নকক্ষের বেশিরভাগ ভোটই পাবেন ইমরান।