Advertisement
E-Paper

জেল থেকেই বার্তা শরিফের

অভিযোগ, নওয়াজ় ও তাঁর মেয়ে মরিয়মকে ভোটের আগে জেল থেকে বেরোতে দিতে চাইছে না পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এ নিয়ে এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও চাপ দেওয়া হয়েছে বলে খবর। তবে নওয়াজ় আজ জেল থেকে সমর্থকদের উদ্দেশে অডিয়ো-বার্তা দিয়েছেন, নির্ভয়ে ভোট দিন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৮ ০২:২০
নওয়াজ় শরিফ। ফাইল চিত্র।

নওয়াজ় শরিফ। ফাইল চিত্র।

কাল পরীক্ষা। গণতন্ত্রের। নওয়াজ় শরিফেরও। কাল ফের এক দফা ডাক্তারি পরীক্ষা হবে তাঁর। মেডিক্যাল বোর্ড কাল বলেছিল, জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে যত দ্রুত সম্ভব সাধারণ হাসপাতালে পাঠানো হোক। অবস্থা গুরুতর। কিডনি বিকল হওয়ার মুখে। মাঝে মাঝেই অনিয়মিত ঠেকছে হৃৎস্পন্দন। আজ আবার সেই বোর্ডই জানিয়ে দিল, নওয়াজ়ের রক্তে ইউরিয়ার মাত্রাটাই যা বেশি। তা ছাড়া চিন্তার কিছু নেই।

অভিযোগ, নওয়াজ় ও তাঁর মেয়ে মরিয়মকে ভোটের আগে জেল থেকে বেরোতে দিতে চাইছে না পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এ নিয়ে এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও চাপ দেওয়া হয়েছে বলে খবর। তবে নওয়াজ় আজ জেল থেকে সমর্থকদের উদ্দেশে অডিয়ো-বার্তা দিয়েছেন, নির্ভয়ে ভোট দিন।

তবু রাজনৈতিক ডামাডোল আর জঙ্গি হামলার আতঙ্কে কাল কেমন ভোট পড়বে, তা নিয়ে সন্দেহ ঘোরতর।

Pak Polls Nawaz Sharif Audio Message Voters নওয়াজ় শরিফ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy