Advertisement
E-Paper

লাদাখ সীমান্তে চিনা রণতরী, নজর রাখছে ভারত

বেজিং জানিয়েছে, নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ওই টহলদার রণতরী বানানো ও মোতায়েন করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৮ ১৯:৪৩
প্যাংগং হ্রদ।- ফাইল চিত্র।

প্যাংগং হ্রদ।- ফাইল চিত্র।

ভারতের লাদাখ সীমান্তে প্যাংগং হ্রদ ও তার লাগোয়া এলাকায় নজর রাখতে টহলদার রণতরী (পেট্রোল বোট) নামিয়েছে চিনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। এই প্যাংগং হ্রদের একটা অংশ পড়ে লাদাখে ভারতের সীমান্তে। তবে হ্রদটির বড় অংশটাই পড়েছে দক্ষিণ-পশ্চিম চিনের ‘তিব্বত স্বশাসিত এলাকা’ (টিএআর বা ‘টার’)-য়।

বেজিং জানিয়েছে, নিজেদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ওই টহলদার রণতরী বানানো ও মোতায়েন করা হয়েছে।

চিনের সরকারি সংবাদমাধ্যম ‘বেজিং ইভনিং নিউজ’-এ প্রকাশিত একটি খবরে জানানো হয়েছে, শুধু ওই টহলদার রণতরী মোতায়েনই নয়, নিজেদের বিস্তীর্ণ সীমান্ত এলাকায় নজরদারির ব্যবস্থাকে আরও জোরদার করতে সার্ভেইল্যান্স ক্যামেরা নেটওয়ার্কও বানিয়ে ফেলেছে পিএলএ। উপগ্রহ মারফত নজরদারির ব্যবস্থাও ওই এলাকায় চালুর প্রস্তুতি নিচ্ছে বেজিং।

দিল্লিতে সরকারি সূত্রের খবর, ভারত বিষয়টির উপর কড়া নজর রাখছে।

ভারত ও চিনের মধ্যে যে এলাকাগুলি নিয়ে বিরোধ দীর্ঘ দিনের, প্যাংগং হ্রদ তার মধ্যে অন্যতম। ওই হ্রদটি রয়েছে ৪ হাজার ২৫০ মিটার উচ্চতায়। গত অগস্টে এই বিতর্কিত এলাকায় দু’দেশের সেনাদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল। শুধু ওই ঘটনাই নয়, প্যাংগং হ্রদ লাগোয়া এলাকায় দু’দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের একটা দীর্ঘ ইতিহাসও রয়েছে।

আরও পড়ুন- সিরিয়ায় ‘রহস্যময়’ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বহু​

আরও পড়ুন- রাজায় রাজায় যুদ্ধ, কাঁপন দুনিয়া জুড়ে​

রিপোর্টে এও জানানো হয়েছে, শিনজিয়াং উইঘুর স্বশাসিত এলাকায় কোকতোকে অঞ্চলে চিনের সীমান্তরক্ষী বাহিনী ২০ রকমের অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষানিরীক্ষা করেছে।

China Pangong Lake Patrol Boat Tibet Autonomous Region (TAR) প্যাংগং হ্রদ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy