টেলিযোগাযোগ ক্ষেত্র, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ব্যবসা করে যে বহুজাতিক সংস্থাগুলি, তাদের মনোযোগ চিনের থেকে টেনে এনে নিজেদের দিকে ঘুরিয়ে দিতে পারে ভারতই। ভারতের সামনে সেই সুযোগ রয়েছে। আমেরিকা-সহ বিভিন্ন দেশের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই ভারতের পক্ষে এটা সম্ভব বলে মনে করেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো।
ভারত ও আমেরিকার বিজনেস কাউন্সিলের (ইউএসআইবিসি) ‘ইন্ডিয়া আইডিয়াজ সামিট’ শীর্ষক বার্ষিক অনুষ্ঠানের ভার্চুয়াল সম্মেলনে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে বুধবার এ কথা বলেছেন পম্পেয়ো।
পম্পেয়োর কথায়, ‘‘ভারতই পারে ওই বহুজাতিক সংস্থাগুলির মনোযোগ চিনের থেকে নিজের দিকে টেনে আনতে। এটা ভারতের পক্ষে সম্ভব। কারণ, আমেরিকা-সহ বিভিন্ন দেশের আস্থা ও বিশ্বাস ভারত অর্জন করতে পেরেছে।’’