সামনে বসে দুঁদে সাংবাদিক। জঙ্গি সংগঠনকে নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে চলেছেন। তাতে ঘাবড়ে গেলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। কী বলবেন বুঝে না পেয়ে ক্যামেরার সামনেই তোতলাতে শুরু করলেন তিনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে সর্বত্র ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।
গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয় লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। হামলার পর ভিডিয়ো প্রকাশ করে দায়ও স্বীকার করেছে তারা। তাসত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি পাকিস্তান সরকার। হামলায় জইশ জঙ্গিদের হাত রয়েছে বলেও মানতে চায়নি। সেই নিয়ে গত দুসপ্তাহ ধরে দুই দেশের মধ্যে টানাপড়েন অব্যাহত।
তার মধ্যেই সম্প্রতি ইসলামাবাদে হাজির হন বিবিসির এক সাংবাদিক। পুলওয়ামা হামলায় জইশের ভূমিকা নিয়ে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির মতামত জানতে চান। প্রশ্নের জবাবে পুলওয়ামা হামলায় জইশের হাত থাকা নিয়ে ধন্দ প্রকাশ করেন কুরেশি। এ ব্যাপারে চেপে ধরলে, তোতলাতে শুরু করেন তিনি। ভেঙে ভেঙে বলেন, ‘‘দায় নেয়নি জইশ..ওদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে...দাবি উড়িয়ে দিয়েছে।’’