Advertisement
E-Paper

ওয়াশিংটনে জোর ‘যুদ্ধ’ ভারত-মার্কিন সেনার

জোর লড়াই চলছে ওয়াশিংটনে! মার্কিন সেনা-ঘাঁটির একটি বাড়ি দখল করে নিয়েছেন ভারতীয় জওয়ানরা! চলছে গুলি-পাল্টা গুলি আর মর্টার-হানাদারি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৫
ওত পেতে ভারতীয় জওয়ানরা। ওয়াশিংটনে।—ছবি ফেসবুকের সৌজন্যে।

ওত পেতে ভারতীয় জওয়ানরা। ওয়াশিংটনে।—ছবি ফেসবুকের সৌজন্যে।

জোর লড়াই চলছে ওয়াশিংটনে!

মার্কিন সেনা-ঘাঁটির একটি বাড়ি দখল করে নিয়েছেন ভারতীয় জওয়ানরা! চলছে গুলি-পাল্টা গুলি আর মর্টার-হানাদারি।

ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনী যেখানে ঘাঁটি গেড়েছে, আজ সকালে সেখানে একটি বাড়িতে ঢুকে পড়েন ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন রেজিমেন্টের জওয়ানরা।

মার্কিন সেনার গুলি আর মর্টার-হানার পরোয়া না করে ভারতীয় জওয়ানরা ওই বাড়িটির দখল নিয়ে ফেলেছেন। বাড়িটিকে অবশ্য ঘিরে ফেলেছে মার্কিন সেনা।

দেখুন আরও ছবি, গল্প হলেও সত্যি

প্রথমে হামাগুড়ি দিয়ে, তার পর কোমরটা একটু সোজা করে, পিঠ-কুঁজো হয়ে দৌড়। ছুটতে-ছুটতেই মার্কিন সেনাদের লক্ষ্য করে তুমুল গুলি-বর্ষণ করে যাচ্ছেন ভারতীয় জওয়ানরা। ছোঁড়া হচ্ছে মর্টার। ওই বাড়িটি থেকে মার্কিন সেনারা ঠিক কতটা দূরে রয়েছে, তার খবর কুমায়ুন রেজিমেন্টের জওয়ানরা ওয়্যারলেস সেটের মাধ্যমে অফিসারদের জানিয়ে চলেছেন।

ও দিকে, বাড়িটিতে ঢুকে পড়া ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি ও মর্টার-হানা চালিয়ে যাচ্ছে মাকিন সেনা।

গল্প হলেও সত্যি!

‘টার্গেটে’ মার্কিন সেনা।

ভারতীয় ও মার্কিন সেনাবাহিনীর যৌথ মহড়া চলছে যুদ্ধের। জঙ্গি-দমনের লড়াইটা কী ভাবে লড়তে হয়, তারই প্রশিক্ষণ চলছে। একই সঙ্গে সেই প্রশিক্ষণে সামিল হয়েছেন ভারতীয় ও মার্কিন সেনাবাহিনী। যার পোশাকি নাম- ‘যুদ্ধ অভ্যাস’। ভারতীয় ও মার্কিন সেনাবাহিনীর এই যৌথ মহড়াটা ফি-বছরেই হয়। এক বছর আমেরিকায় তো পরের বছর ভারতে। এ বার ‘লড়াই’টা গত এক সপ্তাহ ধরে চলছে আমেরিকায়। কাল এই যৌথ মহড়া শেষ হবে।

শুধুই জঙ্গি-দমন অভিযান বললে ভুল হবে। কী ভাবে প্রাকৃতিক দুর্যোগে সর্বহারা মানুষের পাশে দাঁড়াতে হয়, জরুরি ভিত্তিতে তাঁদের দিকে কী ভাবে বাড়িয়ে দিতে হয় সাহায্যের হাত বা অপহরণকারীদের হেফাজত থেকে ছিনিয়ে আনতে হয় পণবন্দিকে, অক্ষত অবস্থায়, তারও প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই মহড়ায়।

শুধু ইংরেজিটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই যৌথ মহড়ার! ভারতীয় ও মার্কিন জওয়ানরা একে অপরের ভাষা বুঝতে পারছেন না!

ইঙ্গিতেই বোঝাতে হচ্ছে যুদ্ধের ভাষা!

India US Army Washington military drill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy