Advertisement
E-Paper

পাকিস্তানের পরমাণু অস্ত্র বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আজ বৈঠক ইমরানের

দিনের শেষে অবশ্য ন্যাশনাল কম্যান্ড অথরিটির সঙ্গে বৈঠকের ডাক দিলেন ইমরান। এই কমিটির হাতেই আছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ এবং ব্যবহারের সর্বোচ্চ ক্ষমতা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০১
পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: পিটিআই।

পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: পিটিআই।

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানের আকাশে ঢুকে জইশ ঘাঁটি ধ্বংস করার ঘটনায় এখনও দিশেহারা পাকিস্তান। পরিস্থিতি পর্যালোচনায় সকাল থেকেই একের পর এক বৈঠক করে চলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সব বৈঠকে কখনও পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি, কখনও দেশের প্রতিরক্ষামন্ত্রী সঙ্গ দিচ্ছেন তাঁকে। দিনের শেষে অবশ্য ন্যাশনাল কম্যান্ড অথরিটির সঙ্গে বৈঠকের ডাক দিলেন ইমরান। এই কমিটির হাতেই আছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ এবং ব্যবহারের সর্বোচ্চ ক্ষমতা।

পাকিস্তান দিনটা শুরু করেছিল ইমরানের ডাকা জরুরি বৈঠক দিয়ে। জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠকে উপস্থিত ছিলেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবের হায়াত, নৌসেনা প্রধান জাফর মহম্মদ আব্বাসি ছাড়াও পাক প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা। সেই বৈঠকের পরই ইমরানের দফতর বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘পাক সেনা এবং পাক জনতা যেন সব কিছুর জন্য প্রস্তুত থাকে।’

সন্ধে নামার পর আরও একটি বৈঠকের কথা জানান পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি। সংবাদ মাধ্যমকে তিনি জানান, মঙ্গলবার ন্যাশনাল কম্যান্ড অথরিটির সঙ্গে বৈঠকে বসবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই বক্তব্য শোনা যায় পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের কাছে। ভারতকে লক্ষ্য করে তাঁর হুঁশিয়ারি, ‘‘আমি বলছি, আমরা আপনাদের অবাক করে দেব। একটু অপেক্ষা করুন। এই প্রত্যাঘাত অন্য ভাবে আসবে।’’

আরও পড়ুন: ২০ বছর পর বদলা! পাকিস্তানে ঢুকে কন্দহর বিমান হাইজ্যাকের চক্রীকে নিকেশ

আরও পড়ুন: সব কিছুর জন্য প্রস্তুত থাকুন, পাক জনতা ও সেনার উদ্দেশে বার্তা ইমরানের

একই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘বুধবার পাক পার্লামেন্টে যৌথ অধিবেশন। এর পরই ন্যাশনাল কম্যান্ড অথরিটির সঙ্গে বৈঠকে বসবেন আমাদের প্রধানমন্ত্রী । আপনারা নিশ্চয়ই জানেন, এনসিএ মানে কী?’’

পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি হল ন্যাশনাল কম্যান্ড অথরিটি। ২০০০ সালে পাকিস্তানে গণতান্ত্রিক সরকার সরে যাওয়ার পর এই কমিটি তৈরি করেছিলেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফ।

আরও পড়ুন: অধিকৃত কাশ্মীর পেরিয়ে খাস পাকিস্তানের মাটিতে বোমা ফেলে এল বায়ুসেনা!

২০০০ সালে এনসিএ তৈরির সময় পাক সংবাদপত্র ডন লিখেছিল, ‘পাকিস্তানের সমস্ত পরমাণু অস্ত্রের দেখভাল, অস্ত্র নীতি তৈরি করা এবং ব্যবহারের সর্বোচ্চ ক্ষমতা এই কমিটির হাতে থাকবে।’

Indian Air Strike Pulwama Terror Attack Indian Air Force IAF Imran Khan Pakistan Pakistan PM ইমরান খান পাকিস্তান ভারতীয় বায়ুসেনা পুলওয়ামা হামলা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy