আমেরিকায় ভারতীয়দের আধিপত্য ক্রমশ বাড়ছে। মন্তব্য দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের। তাঁর সরকারে গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতদের প্রাধান্য পেতে দেখা গিয়েছে। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করেছেন তিনি।
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র তৈরি রোবট-যান ‘পারসিভের্যান্স’ সম্প্রতি মঙ্গলের মাটি ছুঁয়েছে। তার নেপথ্যেও রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী স্বাতী মোহন। লালগ্রহে রোবট যানের গতিবিধি, দিক নির্দেশ, সবের নিয়ন্ত্রণই এখন তাঁর হাতে।
সেই নিয়ে ‘নাসা’র বিজ্ঞানীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথন চলাকালীন এমন মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, ‘‘দেশে এখন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের আধিপত্য বাড়ছে, যেমন— আপনি (স্বাতী), আমার ভাইস, আমার বক্তৃতা-লেখক।’’