Advertisement
০৪ অক্টোবর ২০২৪
Indian Army

ভাল সম্পর্ক চাইলে ধর্মনিরপেক্ষ দেশ হতে হবে, পাকিস্তানকে পরামর্শ সেনাপ্রধানের

তাঁর কথায়, ‘‘ পাকিস্তান নিজেকে ইসলামি রাষ্ট্র বানিয়ে ফেলেছে। ভারতের সঙ্গে শান্তিতে বাস করতে হলে তাদের ধর্মনিরপেক্ষ হতে হবে। ধর্মনিরপেক্ষ হলে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক ভাল করার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে।’’

সেনাপ্রধান বিপিন রাওয়াত। ফাইল চিত্র।

সেনাপ্রধান বিপিন রাওয়াত। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১৭:১৮
Share: Save:

ভারত-পাক সম্পর্কের উন্নতি নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘ ভারতের সঙ্গে ভাল সম্পর্ক চাইতে হলে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে হবে।’’ একই সঙ্গে সন্ত্রাসের প্রশ্নে কার্যকরী ভূমিকা না নিলে ভারতের তরফ থেকে পাকিস্তানের কোনও আবেদনে সাড়া দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিপিন রাওয়াত।

গত বেশ কিছুদিন ধরেই ভারতের সঙ্গে শান্তির সম্পর্ক তৈরিতে নিজের আগ্রহের কথা বিভিন্ন মহলে বলে চলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান রান। আবার একই সঙ্গে ভারতের মাটিতে সন্ত্রাস ঘটাতেও তৎপরতা দেখাচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাক মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী। কাশ্মীরী জঙ্গি বুরহান গনিকে নিয়ে ডাকটিরিট প্রকাশ, বা উপত্যকায় কাশ্মীর পুলিশের কর্মীদের একের পর এক খুনের ঘটনায় প্রকাশ্যে এসেছে সন্ত্রাসের প্রশ্নে পাক সরকারের অবস্থান। যে কারণে সার্ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বুধবারই সুষমা জানিয়েছিলেন, ‘‘আমন্ত্রণ এসেছে, কিন্তু তাতে আমরা সদর্থক সাড়া দিচ্ছি না। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হবে না। আমরা সার্ক সম্মেলনে যোগ দিচ্ছি না।’’

বিদেশমন্ত্রীর সেই সুরের সঙ্গে তাল মিলিয়েই এবার মন্তব্য করলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। তাঁর কথায়, ‘‘ পাকিস্তান নিজেকে ইসলামি রাষ্ট্র বানিয়ে ফেলেছে। ভারতের সঙ্গে শান্তিতে বাস করতে হলে তাদের ধর্মনিরপেক্ষ হতে হবে। ধর্মনিরপেক্ষ হলে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক ভাল করার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে।’’

আরও পড়ুন: ভারতকে গুগলি দিয়েছেন ইমরান, করতারপুর করিডর নিয়ে নয়াদিল্লিকে কটাক্ষ পাক বিদেশমন্ত্রীর

একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগও এনেছেন সেনাপ্রধান। সন্ত্রাস এবং আলোচনা, এই দু’টি প্রক্রিয়া যে এক সঙ্গে চলতে পারে না, সেই প্রসঙ্গও নিজের বক্তৃতায় তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুন: দাউদ, হাফিজদের দায় নিতে নারাজ প্রধানমন্ত্রী ইমরান

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Army Bipin Rawat Pakistan Secularism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE