Advertisement
E-Paper

আইনস্টাইন ও হকিংকেও আইকিউ টেস্টে টপকাল ১২ বছরের মেয়ে!

আইকিউ লেভেলে আইনস্টাইন ও স্টিফেন হকিংকেও টপকে গেল ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ১২ বছরের মেয়ে। নাম রাজগৌরী পওয়ার। গত মাসে ম্যাঞ্চেস্টারে ‘ব্রিটিশ মেনসা আইকিউ’ টেস্ট হয়। সেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাজগৌরী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ১৭:৪০
রাজগৌরী পওয়ার। ছবি: সংগৃহীত।

রাজগৌরী পওয়ার। ছবি: সংগৃহীত।

আইকিউ লেভেলে আইনস্টাইন ও স্টিফেন হকিংকেও টপকে গেল ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ১২ বছরের মেয়ে। নাম রাজগৌরী পওয়ার।

গত মাসে ম্যাঞ্চেস্টারে ‘ব্রিটিশ মেনসা আইকিউ’ টেস্ট হয়। সেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাজগৌরী। ওই পরীক্ষায় জিনিয়াসদের জন্য যে বেঞ্চমার্ক (১৪০ পয়েন্ট) স্থির করা হয়েছিল, আশ্চর্যজনক ভাবে, রাজগৌরী ২২ পয়েন্ট বেশি পেয়ে সেই বেঞ্চমার্ক টপকায়। শুধু তাই নয়, এই পরীক্ষাতেই আইনস্টাইন এবং স্টিফেন হকিং পেয়েছিলেন ১৬০ পয়েন্ট। সেখানে রাজগৌরী পেয়েছে ১৬২। সারা বিশ্ব থেকে এই পরীক্ষায় ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। মেনসা সূত্রে খবর, রাজগৌরীই একমাত্র প্রতিযোগী যে এই স্কোর করেছে।

আরও পড়ুন: ‘ব্রিটেনের ভোট-মঞ্চে আমিই মনে হয় প্রথম কলকাতা-কানেকশন!’

এত দারুণ পারফরম্যান্স করে কী বলল রাজগৌরী?

সে বলেছে, “পরীক্ষার আগে একটু টেনশনে ছিলাম বটে। তবে ভাল স্কোর করতে পেরে খুশি।” রাজগৌরীর বাবা সূরয কুমার পওয়ার জানান, এটা কখনও সম্ভব হত না যদি না শিক্ষকেরা এবং স্কুল তাঁরে মেয়েকে সহযোগিতা না করত!

রাজগৌরীর স্কুলও তাঁর এই পারফরম্যান্সের জন্য গর্বিত। স্কুলেরই অঙ্ক শিক্ষক অ্যান্ড্রু ব্যারি বলেন, “প্রত্যেকে খুব খুশি। খুব ভাল ছাত্রী রাজগৌরী। এ ধরনের রেজাল্ট তার কাছ থেকে প্রত্যাশিতই ছিল।”

রাজগৌরীর এই অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁকে ইতিমধ্যেই মেনসা আইকিউ সোসাইটি-র সদস্য করা হয়েছে।

Education Mensa IQ Test Indian-origin Girl Britain Manchester
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy