আইকিউ লেভেলে আইনস্টাইন ও স্টিফেন হকিংকেও টপকে গেল ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ১২ বছরের মেয়ে। নাম রাজগৌরী পওয়ার।
গত মাসে ম্যাঞ্চেস্টারে ‘ব্রিটিশ মেনসা আইকিউ’ টেস্ট হয়। সেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাজগৌরী। ওই পরীক্ষায় জিনিয়াসদের জন্য যে বেঞ্চমার্ক (১৪০ পয়েন্ট) স্থির করা হয়েছিল, আশ্চর্যজনক ভাবে, রাজগৌরী ২২ পয়েন্ট বেশি পেয়ে সেই বেঞ্চমার্ক টপকায়। শুধু তাই নয়, এই পরীক্ষাতেই আইনস্টাইন এবং স্টিফেন হকিং পেয়েছিলেন ১৬০ পয়েন্ট। সেখানে রাজগৌরী পেয়েছে ১৬২। সারা বিশ্ব থেকে এই পরীক্ষায় ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। মেনসা সূত্রে খবর, রাজগৌরীই একমাত্র প্রতিযোগী যে এই স্কোর করেছে।
আরও পড়ুন: ‘ব্রিটেনের ভোট-মঞ্চে আমিই মনে হয় প্রথম কলকাতা-কানেকশন!’