Advertisement
E-Paper

ক্যানসারের ভুয়ো নথি দেখিয়ে আড়াই কোটি টাকা তুললেন এই মহিলা!

পুলিশ জানিয়েছে, ছত্রিশ বছরের জসমিন মিস্ত্রি আসলে স্বভাবগত ভাবেই মিথ্যে কথা বলেন। ২০১৩ সালে প্রথম বার প্রাক্তন স্বামী বিজয় কাটেচিয়ার কাছে জানান, তিনি মারণ রোগ ব্রেন ক্যানসারে আক্রান্ত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৩:৪১
চিকিৎসার খরচের নাম করেই দু’বছরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন জসমিন মিস্ত্রি। ছবি: সংগৃহীত।

চিকিৎসার খরচের নাম করেই দু’বছরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন জসমিন মিস্ত্রি। ছবি: সংগৃহীত।

বছর দুয়েক ধরেই ক্রমাগত মিথ্যে কথা বলে টাকা আদায় করে যাচ্ছিলেন। কখনও প্রাক্তন স্বামী বা শাশুড়ি-ননদ, আবার কখনও বা নিজের বয়ফ্রেন্ডের কাছ থেকে। সকলেরই কাছেই ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার গল্প ফেঁদেছিলেন। সেই চিকিৎসার খরচের নাম করেই দু’বছরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আর বেশির ভাগ টাকাই খরচ করেছেন রকমারি ব্যাগ কিনে। অবশেষে ধরা পড়ে গেলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত ইংল্যান্ডের ওই মহিলাকে প্রতারণার দায়ে চার বছরের জেলে পাঠিয়েছে আদালত।

পুলিশ জানিয়েছে, ছত্রিশ বছরের জসমিন মিস্ত্রি আসলে স্বভাবগত ভাবেই মিথ্যে কথা বলেন। ২০১৩ সালে প্রথম বার প্রাক্তন স্বামী বিজয় কাটেচিয়ার কাছে জানান, তিনি মারণ রোগ ব্রেন ক্যানসারে আক্রান্ত। তার সমর্থনে বিজয়ের হোয়াট্‌সঅ্যাপে চিকিৎসকের বেশ কয়েকটি মেসেজও পাঠিয়ে দেন। এর বছরখানেক পর ‌ জসমীন বিজয়কে জানান, ব্রেন ক্যানসারের শেষ স্টেজে রয়েছেন তিনি। আর মাত্র ছ’মাস বাঁচার আশা রয়েছে তাঁর এবং আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে হবে। তবে তার জন্য পাঁচ লক্ষ পাউন্ডের প্রয়োজন। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে চার কোটির টাকারও বেশি।

জসমিনের আর্তি শুনে মন গলে গিয়েছিল বিজয়ের। প্রাক্তন স্ত্রীর চিকি়ৎসার খরচ জোগাতেও রাজি হয়ে যান তিনি। এ ভাবেই মাসের পর মাস জসমিনকে টাকা দিয়ে যেতে থাকেন। বিজয়ের মা, বোনের কাছ থেকেও নিয়মিত টাকা আদায় করতে থাকেন জয়মিন। তবে শুধু নিজের প্রাক্তন স্বামী বা তাঁর পরিবারই নয়, ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হওয়া এক ব্যক্তির কাছ থেকে সাড়ে সাত হাজার পাউন্ড ( প্রায় সাত লক্ষ টাকা) আদায় করেছিলেন তিনি। পুলিশের দাবি, ইংল্যান্ডের মিডল্যান্ডস অঞ্চলের বাসিন্দা পেশায় মেডিক্যাল সেক্রেটারি জসমিন গত ২০১৫-’১৭ সালের মধ্যে এক এক করে অন্তত ২৮ জনের কাছ থেকে মোট ২,৫৩,১২২ পাউন্ড আত্মসাৎ করেছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি সাড়ে ২৬ লক্ষ টাকার কাছাকাছি।

(আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক ঝলক দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

আরও পড়ুন: ঈশা, প্রিয়ঙ্কা, দীপিকা না মেগান, গুগলের মতে বছরের সবচেয়ে জনপ্রিয় বিয়ে কোনগুলি জানেন?

এ ভাবেই চলছিল জসমীনের ‘কারবার’। তবে আচমকাই তা ফাঁস হয়ে গেল। বিজয়ের এক বন্ধুর তাঁকে জানান, চিকিৎসকের থেকে পাওয়া ব্রেন স্ক্যানের কয়েকটি ইমেজ দেখে তাঁর খটকা লাগছে। এর পর তিনি খতিয়ে দেখেন, তা আসলে গুগ্‌ল থেকে ডাউনলোড করা ইমেজ। এর পর ওই ইমেজগুলো এক জন চিকিৎসক বন্ধুকে দেখাতেই জসমীনের পর্দাফাঁস হয়ে যায়।

পুলিশি তদন্তে জানা যায়, অন্য একটি সিম কার্ড থেকে ওই মেসেজ এবং ইমেজগুলো বিজয়কে পাঠিয়েছিলেন জসমীন। এমনকি, অনলাইনে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ভুয়ো চিকিৎসকদের নামে বিজয়কে মেসেজ করতেন তিনি। শুধু কি তাই, সোশ্যাল মিডিয়ায় ক্যানসার রোগীদের সপক্ষে নানা সদর্থক বার্তা দিয়েছেন জসমীন।

আরও পড়ুন: প্রেতাত্মার সঙ্গে প্রেম করে বিয়ে, তারপর ডিভোর্সও!

গত বছর জসমীনকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে দীর্ঘ শুনানির পর নিজের দোষ স্বীকার করেন জসমীন। তাঁর কাণ্ডকারখানা দেখে বিচারক জুডিথ হিউজের মন্তব্য, “ক্যানসারের নাম করে সকলের কাছ থেকে টাকা আদায় করা... এটা তো ভয়ঙ্কর একটা অপরাধ!”

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

Crime London Fraud Brain Cancer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy