Advertisement
২০ এপ্রিল ২০২৪
Dubai

১০০০ দিনে ১০০০ গান করে রেকর্ড এই প্রবাসী ভারতীয়র

তা করেই নতুন বিশ্বরেকর্ড করেছেন দুবাইয়ে বসবাসকারী ভারতীয় মহিলা স্বপ্না আব্রাহাম।

গান করে রেকর্ড করা স্বপ্না আব্রাহাম। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

গান করে রেকর্ড করা স্বপ্না আব্রাহাম। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
দুবাই শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ১৭:২৬
Share: Save:

গান লিখেছেন, সুর দিয়েছেন। তার পর সেই গান গেয়েছেন। এ ভাবে এক হাজার দিনে তিনি রেকর্ড করেছেন এক হাজার গান। তা করেই নতুন বিশ্বরেকর্ড করেছেন দুবাইয়ে বসবাসকারী ভারতীয় মহিলা স্বপ্না আব্রাহাম।

অবিশ্বাস্য এই কাজের জন্য গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য মনোনীত হয়েছেন তিনি। ডিজিট্যাল প্ল্যাটফর্মের একটি অ্যালবামে সবথেকে বেশি গান রেকর্ড করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের জন্যও আবেদন জানিয়েছেন তিনি। ২০১৭-র ৮ এপ্রিল থেকে এই রেকর্ডের কাজ শুরু করেছিলেন তিনি। এ বছর ২ জানুয়ারি শেষ হয়েছে সেই রেকর্ড।

২০১৭ থেকে এক হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। কারণ, রোজ একটি করার পাশাপাশি কোনওদিন একাধিক গানও রেকর্ড করেছেন তিনি।

৪৮ বছরের আব্রাহাম দুবাইয়ের একটি ম্যানেজমেন্ট কনসালটেন্সি ফার্মে কাজ করেন। এই রেকর্ড করার পর তিনি বিনয়ী আব্রাহাম বলেছেন, ‘’২৪ বছর ধরে পেশাগত ভাবে গান করছি। ২২টি অ্যালবাম আছে আমার। তবুও আমার মনে হয় শিল্পী হিসাবে এখনও পরিপূর্ণ হতে পারিনি আমি।’’ শুনুন স্বপ্নার গান—

আরও পড়ুন: চাঁদে ঘুরতে যাওয়ার জন্য গার্লফেন্ড খুঁজছেন এই কোটিপতি

আরও পড়ুন: রেসের মধ্যে কুকুরকে লাথি মেরে স্পনসর হারালেন দৌড়বিদ! দেখুন ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dubai World Record Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE