আতঙ্কের প্রহর পেরিয়েও কাটছে না আতঙ্ক। আশঙ্কা রয়েছে, ফের বিধ্বংসী ঢেউ ভাসাতে পারে ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর আশপাশকে। শনিবার রাতে আনাক ক্রাকাতোয়ার অগ্ন্যুৎপাতে সমুদ্রগর্ভে তৈরি ভূমিধস থেকে যে সুনামি ভাসিয়েছে সুন্দা প্রণালীর চারপাশ, এখনও তার সঙ্গে লড়াই চালাতে হচ্ছে বাসিন্দাদের। আর আনাক ক্রাকাতোয়া থেকে অগ্ন্যুৎপাত বন্ধ না হওয়ায় ফের সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রবল বৃষ্টির মধ্যে দক্ষিণ সুমাত্রার উপকূল ও জাভার পশ্চিম প্রান্তে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৩। সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই মনে করছেন উদ্ধারকারীরা। নিখোঁজ অন্তত ১২৮ জন। জখম ১৪৫৯ জন।
পুলিশ এবং সেনাবাহিনী ধ্বংসস্তূপ থেকে এখনও প্রাণ খুঁজে বার করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে আজ গিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডো। চতুর্দিকে এখন শুধু ধ্বংসের ছাপ। সৈকতঘেঁষা কটেজগুলিকে শুইয়ে দিয়েছে বিশাল ঢেউ। কাদাভর্তি মেঝেতে উল্টে রয়েছে চেয়ার-টেবিল, বাসনপত্র। কোথাও আবার ক্রিসমাস ট্রি লুটিয়ে পড়ে মেঝেতে। আশপাশে উপহারও। ছুটির সব সাজ মিশে গিয়েছে জল-কাদায়।