Advertisement
১৯ মে ২০২৪
Torajan

মৃত্যুর পরেও কবর থেকে তুলে এনে প্রিয়জনের এমন পরিচর্যা করা হয়!

অদ্ভুত তাঁদের গ্রাম। অদ্ভুত তাঁদের সামাজিক প্রথা। পূর্বপুরুষের মমি কবর থেকে তুলে ভাল করে পরিষ্কার করেন তাঁরা। পরে তাঁদের নতুন পোশাক পরিয়ে মহাসমোরহে চলে পূজার্চনা। এমন রীতি শুধু একটি পরিবারের নয়, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বসবাসকারী একটা গোটা উপজাতি এ ভাবে তাঁদের পূর্বপুরুষকে সম্মান জানান।

নাতি তাঁর মৃত দাদু-দিদাকে পরিচর্যা করছেন

নাতি তাঁর মৃত দাদু-দিদাকে পরিচর্যা করছেন

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৭
Share: Save:

অদ্ভুত তাঁদের গ্রাম। অদ্ভুত তাঁদের সামাজিক প্রথা। পূর্বপুরুষের মমি কবর থেকে তুলে ভাল করে পরিষ্কার করেন তাঁরা। পরে তাঁদের নতুন পোশাক পরিয়ে মহাসমোরহে চলে পূজার্চনা। এমন রীতি শুধু একটি পরিবারের নয়, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বসবাসকারী একটা গোটা উপজাতি এ ভাবে তাঁদের পূর্বপুরুষকে সম্মান জানান। উপজাতিটির নাম তোরাজান।

প্রতি তিন বছর অন্তর কবর থেকে প্রিয়জনদের তুলে আনা হয়। তার পর স্নান করিয়ে পরিপাটি করে সাজিয়ে দিনভর চলে নানা লোকাচার। পোশাক পরানোর ক্ষেত্রেও রয়েছে অনেক বৈচিত্র। জীবিতকালে প্রিয়জনেরা যে ধরনের পোশাক পরতে ভালবাসতেন, তেমনটাই পরানো হয় তাঁদের। ইন্দোনেশিয়ায় এই উত্সব ‘‘মা’নেন’’ নামে পরিচিত, যার অর্থ ‘মৃতদেহ পরিষ্কারের উত্সব’।

আরও পড়ুন- একবিংশ শতক ছায়া ফেলেনি, আজও আদিম জীবন আঁকড়ে দানি উপজাতি

দেখে নেওয়া যাক কেমন ভাবে পূর্বপুরুষদের সম্মান জানান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Torajan Indoneshia Ma'nene Festival
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE