Advertisement
০৭ ডিসেম্বর ২০২৩
Inflation In Pakistan

রান্নার গ্যাসের সিলিন্ডার ৩,০০০ পার! বেলাগাম মূল্যবৃদ্ধিতে ধ্বস্ত পাক অর্থনীতি, বলল রিপোর্ট

দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কটে ভোগা পাকিস্তান গত বছর আন্তর্জাতিক অর্থভান্ডারের কাছ থেকে ছ’শো কোটি ডলার ঋণ পেয়েছিল।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ইসলামাবাদ শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ২৩:২৬
Share: Save:

এক মাসে মূল্যবৃদ্ধির হার চার শতাংশ বেড়েছে। ২৭.৪ শতাংশ থেকে বেড়ে ৩১.৪ শতাংশ। সোমবার পাকিস্তান সরকারের অর্থমন্ত্রক প্রকাশিত রিপোর্টে অগস্ট এবং সেপ্টম্বরের তুলনামূলক পরিসংখ্যান পেশ করে এ কথা মেনে নেওয়া হয়েছে। ওই রিপোর্ট জানাচ্ছে, সেপ্টেম্বরে রান্নার গ্যাসের সিলিন্ডার বিকিয়েছে ৩,০৭৯ পাক রুপিতে!

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার অর্থসঙ্কটের মোকাবিলায় আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) থেকে ৩০০ কোটি ডলার (প্রায় ২৫ হাজার কোটি টাকা) ঋণের আবেদন জানিয়েছে। কিন্তু বিদেশি মুদ্রার ভান্ডার বাড়ন্ত হওয়ায় ইসলামাবাদের পক্ষে সেই ঋণ পরিশোধ করা কার্যত অসম্ভব হবে বলে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন। এই পরিস্থিতিতে এই রিপোর্ট আন্তর্জাতিক মঞ্চে পাক সরকারকে বিপাকে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কটে ভোগা পাকিস্তান গত বছর আন্তর্জাতিক অর্থভান্ডারের কাছ থেকে ছ’শো কোটি ডলার ঋণ পেয়েছিল। ২০২২-এর অগস্টেও ইসলামাবাদকে মোটা অঙ্কের ঋণ দিয়েছিল আইএমএফ। কিন্তু আমেরিকার এই সংস্থা সম্প্রতি পাকিস্তানকে স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে, তাদের দেওয়া শর্তাবলী পূরণ করতে না পারলে নতুন করে কোনও ঋণ দেওয়া হবে না। এই পরিস্থিতিতে পাক অর্থমন্ত্রকের রিপোর্টে অর্থনীতি পুনরুদ্ধারে আশার কোনও কথা শোনানো হয়নি। বংর পূর্বাভাস দেওয়া হয়েছে, অক্টোবরে মূল্যবৃদ্ধির হার ২৯ থেকে ৩১ শতাংশের মধ্যে থাকতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE