ইরান-ইজ়রায়েল সংঘাত শুরু হওয়ার পরেই চিন্তিত হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার ভারতীয় পড়ুয়ার পরিবারের মানুষজন। কারণ, এত সংখ্যক পড়ুয়া ইরানের নানা শহরে রয়েছেন। ইতিমধ্যেই ওই পড়ুয়াদের নিরাপদে ভারতে ফেরত পাঠানোর জন্য তেহরানের কাছে আর্জি জানিয়েছে নয়াদিল্লি। প্রত্যুত্তরে ইরান জানিয়েছে, আকাশপথ বন্ধ থাকায় আপাতত বিমানে ভারতে যাওয়ার উপায় নেই। তবে স্থলবন্দর দিয়ে ইরান ছাড়তে পারবেন ভারতীয় পড়ুয়ারা। সে ক্ষেত্রে আজ়ারবাইজান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্থান হয়ে স্থলপথে ভারতে ফিরতে পারবেন ওই পড়ুয়ারা।
রবিবার রাতে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের পড়ুয়াদের হস্টেলের খুব কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়। আহত হন দুই ভারতীয় পড়ুয়া। তবে তাঁদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে। তার পর থেকেই তাঁদের উদ্ধার করার জন্য ভারতীয় দূতাবাসের কাছে আর্জি জানাচ্ছিলেন ওই পড়ুয়ারা। অনেকেই জানিয়েছেন যে, ক্ষেপণাস্ত্র হানার আশঙ্কায় তাঁরা রাতে ঘুমোতে পারছেন না। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যাচ্ছে। আতঙ্কে প্রতিটি মুহূর্ত কাটাতে হচ্ছে তাঁদের।
আরও পড়ুন:
রবিবারই তেহরানের ভারতীয় দূতাবাস জানিয়েছিল, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং ইরানের নিরাপদ জায়গায় ভারতীয় পড়়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তেহরান বাদ দিয়েও ইরানের নানা প্রান্তে আকাশপথে হানা দিচ্ছে ইজ়রায়েল। সে ক্ষেত্রে সে দেশে নিরাপদ স্থান খোঁজাই দুষ্কর হয়ে পড়ছে।
শুক্রবার ইজ়রায়েলি হানার পরেই ইরানে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। দেশের আকাশপথ বা এয়ারস্পেসও বন্ধ করে দেওয়া হয়। এখনও সেই নিষেধাজ্ঞা বলবৎ আছে। এই পরিস্থিতিতে নয়াদিল্লির আর্জির প্রেক্ষিতে স্থলপথে ভারতীয় পড়ুয়ারা দেশ ছাড়তে পারেন বলে জানাল ইরান।