ইরানের পরমাণুকেন্দ্র ধ্বংস করে ফেলেছেন— এটা ভেবে স্বপ্ন দেখতে থাকুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আমেরিকার উদ্দেশে এই বার্তাই দিয়ে রাখলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। গত জুন মাসে ইরান-ইজ়রায়েল সংঘর্ষের সময়ে ইরানের পরমাণুকেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। তবে ওই হামলায় পরমাণুকেন্দ্রগুলির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। এ অবস্থায় ট্রাম্পের উদ্দেশে খামেনেইয়ের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
ঘটনাচক্রে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এই বার্তার কিছু ক্ষণ আগেই তেহরানের সঙ্গে বন্ধুত্ব আরও নিবিড় করার ঘোষণা করে রাশিয়া। অতীতে ইরানের পরমাণুকেন্দ্রে মার্কিন হামলারও নিন্দা জানিয়েছিল তারা। সোমবার ক্রেমলিন জানায়, তারা প্রতিটি ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার জন্য প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “রাশিয়া সব ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে প্রস্তুত। ইরান আমাদের বন্ধু এবং আমাদের সম্পর্ক অত্যন্ত দ্রুত বিকশিত হচ্ছে।”
ক্রেমলিন ইরানের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই সমাজমাধ্যমে ট্রাম্পের উদ্দেশে পোস্ট করেন খামেনেই। ওই পোস্টে তিনি লেখেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট গর্ব করে বলে থাকেন, তারা বোমা মেরে ইরানের পরমাণুকেন্দ্র ধ্বংস করে দিয়েছেন। খুব ভাল কথা, এ ভাবে স্বপ্ন দেখতে থাকুন।’
আরও পড়ুন:
গত জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে কৌশলগত বন্ধুত্বের একটি চুক্তি সেরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পরে গত কয়েক সপ্তাহ ধরেই মস্কোর সঙ্গে তেহরানের বন্ধুত্ব আরও বৃদ্ধি হওয়ার আভাস মিলেছে। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলি লারজানি ক্রেমলিনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের বার্তা তিনি পৌঁছে দেন ক্রেমলিনের কাছে। সোমবার ফের রুশ প্রেসিডেন্ট পুতিনের এক দূতের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে লারজানির। মস্কো এবং তেহরানের মধ্যে এই কূটনৈতিক সমীকরণের মাঝে খামেনেইয়ের বার্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।