পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান ডোনাল্ড ট্রাম্প। কাতারের লুসাইল প্রাসাদে নৈশভোজের সভা থেকে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমরা ইরানের উন্নতি এবং সাফল্য দেখতে চাই। তবে ভয়াবহ ভাবে নয়, শান্তিপূর্ণ ভাবে।’’ ইরান প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘ওঁরা বার বার যুদ্ধে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। আমরা আর তা হতে দেব না।’’ বুধবার কাতারের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি আমেরিকার সঙ্গে সে দেশের ‘ক্রমবর্ধমান বন্ধুত্ব’-এর কথাও তুলে ধরেন তিনি।
বুধবার ট্রাম্প বলেন, ‘‘উপসাগরীয় অঞ্চল কাতারে ‘অবিশ্বাস্য’ উন্নয়ন হয়েছে।’’ আমির-আল-থানির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘কাতারের প্রকৌশল-সহ অন্যান্য উন্নয়নের জন্য এ দেশ গর্বিত তার নেতাকে নিয়ে।’’ গাজায় হামাসের হাতে পণবন্দি আমেরিকার নাগরিকদের উদ্ধারে কাতারের ভূমিকার জন্যও বিশেষ ধন্যবাদ জানান ট্রাম্প। এডান আলেকজ়ান্ডারের মুক্তির জন্য কাতারের ভূমিকায় তিনি আশাবাদী। বাকি আমেরিকান পণবন্দিদের মুক্তি নিয়েও আশাবাদী তিনি।
মার্কিন প্রেসিডেন্টের মতে, আমেরিকা এবং কাতারের বন্ধুত্ব সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, যা আগে কখনও হয়নি। প্রসঙ্গত, ট্রাম্পের এ বারের পশ্চিম এশিয়া সফরের লক্ষ্য ১ লক্ষ কোটি ডলারের বিনিয়োগ নিশ্চিত করা। বুধবার সৌদি আরবে গিয়েই ৬০ হাজার কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করে ফেলেছিলেন ট্রাম্প। চুক্তি অনুযায়ী, আমেরিকা থেকে ১৪২০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জামও কিনবে সৌদি। তবে কাতার থেকে কত বিনিয়োগ তিনি টানতে পারলেন তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে প্রতিরক্ষা, কাতার এয়ারওয়েজ়ের জন্য প্রায় একশোটি বিমান কেনা-সহ বেশ কয়েকটি চুক্তি দুই দেশের মধ্যে হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ১৬০টিরও বেশি বিমান কিনবে কাতার। কেনা হবে ড্রোনও। যদিও হোয়াইট হাউসের তথ্য উদ্ধৃত করে আল জাজ়িরা জানিয়েছে ৯৬ বিলিয়ন ডলার মূল্যের ২১০টি বিমান কিনবে কাতার।
আরও পড়ুন:
অন্য দিকে, নৈশভোজের শেষে ট্রাম্প ও তামিম-বিন-হামাদ-আল থানি ২০২৬ ফুটবল বিশ্বকাপের স্মারকে স্বাক্ষর করেন । প্রসঙ্গত ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা, মেক্সিকো, কানাডা। এর আগে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়াজন করেছিল কাতার। ট্রাম্প ওই আয়োজন প্রসঙ্গে কাতারের ভূয়সী প্রশংসা করেন।