ইরানে ইজ়রায়েলি হানার পরেই প্রত্যাঘাত করেছে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইজ়রায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আভিভের দক্ষিণে। সেখানকার তিনটি জনপদ দ্য কিরইয়া, রমাত গান এবং রিশন লেজ়িয়নে গিয়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। এখনও পর্যন্ত ইজ়রায়েলে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৯ জন।
এই জনপদগুলির মধ্যে দ্য কিরইয়া ইজ়রায়েলের সামরিক বাহিনীর কাছে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এখানেই রয়েছে ইজ়রায়েলের সেনাবাহিনী আইডিএফ-এর সদর দফতর। শুক্রবার রাতে এই দফতরের খুব কাছেই ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। রমাত গান এবং রিশন লেজ়িয়নে ইরানের ক্ষেপণাস্ত্র হানায় ভেঙে পড়েছে বহুতল আবাসনের একাংশ। ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন ইজ়রায়েলের স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুন:
ইজ়রায়েলি সেনাবাহিনী দাবি, শুক্রবার রাতে ইরান ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজ়রায়েলের দিকে। ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফ্রিন বলেন, “ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ-আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে, তার ধ্বংসাবশেষ উড়ে এসেই যা ক্ষতি হওয়ার হয়েছে।” শনিবার ভোরেও ইজ়রায়েলের উত্তরাংশকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হানা চালায় ইরান। নতুন করে ক্ষেপণাস্ত্র হানার আশঙ্কায় উত্তর ইজ়রায়েলের বিভিন্ন প্রান্তে শনিবার সকাল থেকেই বেজে উঠছে এয়ার সাইরেন। ইজ়রায়েল অধিকৃত গোলান মালভূমিতেও এয়ার সাইরেনের শব্দ শোনা গিয়েছে। স্থানীয়দের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে ইজ়রায়েল প্রশাসন।
পাল্টা হামলা চালিয়েছে ইজ়রায়েলও। এখনও পর্যন্ত ইজ়রায়েলি হানায় ইরানে ৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩২০ জন। শনিবার এই তথ্য জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জে ইরানের দূত।