দীর্ঘ তথ্য সংগ্রহের পরে সম্প্রতি গাজ়ায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ সমর্থিত আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সংগঠন আইপিসি। সেই রিপোর্টকে আজ সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আইপিসি-র রিপোর্ট পুরোপুরি মিথ্যে। মানুষকে অভুক্ত রাখা ইজ়রায়েলের নীতি নয়। বরং অনাহার ঠেকানোরনীতি নিয়ে চলে ইজ়রায়েল। যুদ্ধ শুরুর পর থেকে গাজ়ায় এখনও পর্যন্ত ২০ লক্ষ টন ত্রাণ পাঠিয়েছে ইজ়রায়েল। তার মানে প্রত্যেকের মাথাপিছু ১ টনেরও বেশি ত্রাণ পাঠানো হয়েছে।’
এ বছর মার্চের পর থেকে গাজ়ায় কোনও ত্রাণ ঢুকতে দেয়নি ইজ়রায়েল। পরে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে অল্প সংখ্যক ত্রাণ ঢোকার অনুমতি দেয় ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রয়োজনের তুলনার যা অতি সামান্য। সেই প্রসঙ্গের কথা অবশ্য কোথাও উল্লেখ করেননি নেতানিয়াহু। উল্টে তাঁর দাবি, এই দুর্ভিক্ষের দাবি মিথ্যে। হামাসের অপপ্রচার। একে‘আধুনিক রক্তপিপাসুর গল্প’ বলেছেন তিনি। মধ্যযুগে ইহুদি-বিদ্বেষ ছড়িয়ে দিতে নানা অপপ্রচার চালানো হত। বলা হত, খ্রিস্টানদের হত্যা করে সেই রক্ত দিয়ে ইহুদিরা রুটি সেঁকেন। নেতানিয়াহুর মতে, গাজ়ায় ইজ়রায়েলি অত্যাচারের ভুয়ো ছবি তুলে ধরে একই ধরনের ‘রক্তপিপাসু’ ভাবমূর্তি তৈরিকরতে চাইছে হামাস ও তাদের মদতদাতারা।
তবে গাজ়ার পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরছে রাষ্ট্রপুঞ্জ, আইপিসি-সহ বহু আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। যারা নিরপেক্ষ বলেই পরিচিত। উঠে আসছে সাংবাদিকদের প্রতিবেদন। আইপিসি-র সাম্প্রতিকতম রিপোর্টে বলা হয়েছে, গাজ়ায় ৫ লক্ষেরও বেশি মানুষ দুর্ভিক্ষের শিকার। অনাহারে অন্তত ২৮১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১১৪ জন শিশু। সেপ্টেম্বরের মধ্যে দুর্ভিক্ষ পীড়িতের সংখ্যা সাড় ৬ লক্ষ ছাড়াবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)