এ বার ইজ়রায়েল সেনার নিশানায় গাজ়া ভূখণ্ডের একমাত্র গির্জা ‘হোলি ফ্যামিলি চার্চ’। বৃহস্পতিবার সেখানে ক্ষেপণাস্ত্র হামালায় যাজক গ্যাব্রিয়েল রোমালেনিও-সহ তিন জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট ওরফে চতুর্দশ লিও ইজ়রায়েলি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। ভ্যাটিকানের বিবৃতির পরে তেল আভিভের সমালোচনা করে একাধিক পশ্চিমী দেশ। জ়েরুসালেমের রোমান ক্যাথলিক প্রধান গ্যাব্রিয়েল রোমানেল্লি সরাসরি নিন্দা করেন প্যালেস্টাইনি জনগোষ্ঠীর উপর ইজ়রায়েলি হামলার। তার পরেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেছে।
ভুলবশত কী করে এই হামলা হল, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে ইজ়রায়েল সরকার। অন্য দিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুক্রবার বলেছেন, ‘‘অসামরিক নাগরিকদের বিরুদ্ধে মাসের পর মাস ধরে ইজ়রায়েল যে হামলা চালিয়ে যাচ্ছে, তা কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এই রক্তস্রোত বন্ধ করতে হবে।’’ ঘটনাচক্রে, চলতি সপ্তাহেই কাতারের রাজধানী দোহায় নতুন করে তেল আভিভ এবং প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে জর্জিয়া অবিলম্বে গাজ়ায় হামলা বন্ধের পক্ষে সওয়াল করেছে।