জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গদের নৌকা ‘মাদলীন’কে গাজ়ায় প্রবেশের আগেই আটকাল ইজ়রায়েলি বাহিনী। সোমবার ভোররাতে গাজ়ার অদূরে নৌকাটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে নৌকায় থাকা সকলকে।
‘মাদলীন’-এ গ্রেটা ছাড়াও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের ফরাসি প্রতিনিধি রিমা হাসান। অতীতে বিভিন্ন সময়ে প্যালেস্টাইনিদের প্রসঙ্গে ইজ়রায়েলি নীতির বিরোধিতা করায় রিমার ইজ়রায়েলে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও রয়েছে। রবিবার গভীর রাতে রিমা নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, নৌকায় থাকা সকলকে রাত ২টো নাগাদ গ্রেফতার করা হয়েছে। এর আগে রাত ১টা নাগাদ রিমা লেখেন, ‘‘আজকের রাতটা আমাদের সকলের জন্য খুবই বিপজ্জনক। এখনও পর্যন্ত আমি খবর দিতে পারছি, কিন্তু কিছু ক্ষণ পরেই আর আমাদের কোনও খবর পাওয়া যাবে না। কারণ, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ইজ়রায়েলি বাহিনী আমাদের আক্রমণ করতে চলেছে।’’ রিমার দাবি, এর কিছু ক্ষণের মধ্যেই আটক করা হয় সকলকে।
আরও পড়ুন:
রবিবারই থুনবার্গের প্রতিনিধিদলকে গাজ়া ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছিল ইজ়রায়েল। ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাটজ় জানিয়েছিলেন, তিনি সেনাকে নির্দেশ দিয়েছেন যাতে কোনও ভাবেই ওই নৌকা গাজ়ায় পৌঁছোতে না পারে। যুদ্ধবিধ্বস্ত গাজ়াবাসীর জন্য ত্রাণসামগ্রী নিয়ে ‘মাদলীন’ নামে এক নৌকায় চেপে প্যালেস্টাইনের দিকে এগোচ্ছিল থুনবার্গ-সহ মোট ১২ জনের প্রতিনিধিদল। গাজ়ার প্রথম ও একমাত্র মহিলা মৎস্যজীবী মাদলীন কুবালার নামে নৌকাটির নামকরণ করা হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রিডম ফ্লোটিল্লা কোয়ালিশন’ (এফএফসি)-র তরফে গাজ়ায় ওই ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছিল। গত ৬ জুন ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলি থেকে নৌকাটি রওনা দেয়। সোমবার সন্ধ্যায় নৌকাটি গাজ়ায় পৌঁছনোর কথা ছিল। কিন্তু তার আগেই আটকে দেওয়া হল থুনবার্গদের।
অন্য দিকে, ইজ়রায়েলের বিদেশ মন্ত্রকও এক্স-এ একটি ভিডিয়ো পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, ‘মাদলীন’-এ উঠে নৌকাটির নিয়ন্ত্রণ নিচ্ছে ইজ়রায়েলি বাহিনী। ভিডিয়োয় লাইফ জ্যাকেট পরিহিত ক্রু সদস্যদেরও দেখা যাচ্ছে। এর আগেও সমাজমাধ্যমে প্রকাশ্যেই এই অভিযানের সমালোচনা করতে দেখা গিয়েছিল ইজ়রায়েলকে। এটিকে ‘তারকাদের সেলফি নৌকা’ বলেও কটাক্ষ করেছিল ইজ়রায়েল। তারা আরও দাবি করে, ওই নৌকায় থাকা সাহায্য একটি ট্রাকের চেয়েও কম এবং এর বেশির ভাগই নৌকায় থাকা তারকারা খেয়ে ফেলেছেন!
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০০৭ সালে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজ়ার দখল নেওয়ার পর থেকেই হামাসকে প্রতিহত করতে গাজ়ার সঙ্গে সংযোগকারী সমুদ্রপথ বন্ধ করে রেখেছে ইজ়রায়েল। তাদের বক্তব্য, হামাসের কাছে যাতে অস্ত্রশস্ত্র না পৌঁছোয়, তা নিশ্চিত করতেই সমুদ্রপথ বন্ধ রাখা প্রয়োজন। ইজ়রায়েলের দাবি, সে কারণেই ওই ত্রাণবাহী নৌকাকে গাজ়ায় যেতে দেওয়া হচ্ছে না। এর আগে গত মাসেও গাজ়ায় নৌকা পাঠানোর চেষ্টা করেছিল ফ্রিডম ফ্লোটিল্লা। সে সময়ে ইউরোপের মলটার কাছে আন্তর্জাতিক জলসীমায় নৌকায় ড্রোন হামলা চালায় ইজ়রায়েল।