অসুস্থ হয়ে পড়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দফতরকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নষ্ট হয়ে যাওয়া খাবার খেয়ে অন্ত্রের প্রদাহ হয়েছে নেতানিয়াহুর। গত কয়েক বছর ধরে বেশ কয়েক বার অসুস্থ হয়েছেন তিনি। যদিও সেই নিয়ে সরকারি ভাবে কিছু প্রকাশ করা হয়নি।
রবিবার নেতানিয়াহুর দফতর জানিয়েছে, তাঁর চিকিৎসা করছেন জেরুজালেমের হাদাস্সাহ-এইন কেরেম মেডিক্যাল কলেজের অ্যালন হার্শকো। শরীরে জলের অভাব (ডিহাই়ড্রেশন) হওয়ায় স্যালাইন দেওয়া হচ্ছে তাঁকে। তাঁর অবস্থা ভাল বলেই জানানো হয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন। সেখান থেকেই কাজ করবেন।
আরও পড়ুন:
গত মে মাসে কোলোনোস্কপি হয়েছিল ৭৫ বছরের নেতানিয়াহুর। গত ডিসেম্বরে প্রস্টেটে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এই অস্ত্রোপচারের সময়ে নেতানিয়াহুকে যখন অজ্ঞান করানো হয়েছিল, তখন ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন ন্যায়বিচার দফতরের মন্ত্রী ইয়ারিভ লেভিন। মার্চ মাসে হার্নিয়ার অস্ত্রোপচারও হয়েছিল নেতানিয়াহুর। সে সময় তাঁকে অচেতন করা হয়েছিল। তার পরে জ্বর আসায় বেশ বেশ কয়েক দিন কাজ করতে পারেননি তিনি। ২০২৩ সালে পেসমেকার বসানো হয়।
ইজ়রায়েলে সরকারি প্রোটোকল রয়েছে যে, প্রতি বছর প্রধানমন্ত্রীকে নিজের শরীরের রিপোর্ট সরকারি ভাবে প্রকাশ করতে হবে। যদিও ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত কোনও সরকারি রিপোর্ট প্রকাশ করা হয়নি নেতানিয়াহুর দফতরের তরফে। ২০২৩ সালে তাঁর চিকিৎসকেরা একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন, যদিও তা সরকারি ছিল না। চলতি বছর কোনও রিপোর্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। প্রশাসনের একটি সূত্র বলছে, প্রোটোকল থাকলেও সেই সরকারি রিপোর্ট প্রকাশ করতে প্রধানমন্ত্রী বাধ্য নন।