Advertisement
E-Paper

গোলালেন ট্রাম্প খোঁচা দিতে গিয়ে

হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প আজ টুইট করেন, ‘এখানে সবাই আলোচনা করছে, জন পোডেস্টা কেন এফবিআই এবং সিআইএ-কে ডিএনসি-র সার্ভারে হাত দিতে দিলেন না। কী অসম্মান!’ ডিএনসি— অর্থাৎ ডেমোক্র্যাটিক পার্টির পরিচালন পর্ষদ। ভোটের আগে ডেমোক্র্যাটদের সার্ভার হ্যাক হয়েছিল। পোডেস্টার ই-মেল ফাঁস করেছিল উইকিলিকস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ০২:৩২
ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

পরপর সাতটা টুইট। সেগুলো করেছেন গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের প্রচার কমিটির চেয়ারম্যান জন পোডেস্টা। যার একটির সারমর্ম, ‘যে কাজে গিয়েছেন, তাতে মন দিন।’

লক্ষ্য খোদ ‘মিস্টার প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প। হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প আজ টুইট করেন, ‘এখানে সবাই আলোচনা করছে, জন পোডেস্টা কেন এফবিআই এবং সিআইএ-কে ডিএনসি-র সার্ভারে হাত দিতে দিলেন না। কী অসম্মান!’ ডিএনসি— অর্থাৎ ডেমোক্র্যাটিক পার্টির পরিচালন পর্ষদ। ভোটের আগে ডেমোক্র্যাটদের সার্ভার হ্যাক হয়েছিল। পোডেস্টার ই-মেল ফাঁস করেছিল উইকিলিকস।

অনেকের বক্তব্য, দু’টো ঘটনা গুলিয়েছেন ট্রাম্প। পোডেস্টা টুইটারে লিখেছেন, ‘ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির সঙ্গে আমার কোনও যোগ নেই। সার্ভারের ব্যাপারেও আমার কোনও এক্তিয়ার নেই।’ তা ছাড়া, রুশ হ্যাকিংয়ের তদন্ত করছিল শুধু এফবিআই। ট্রাম্প কেন সিআইএ-কে টানলেন, সেই প্রশ্নও উঠেছে।

Donald Trump John Podesta Tweet Hillary Clinton G-20 Summit Germany Hamburg Democratic National Committee হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প জন পোডেস্টা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy