অফিস যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন গত কাল সকালে। অবশেষে আজ বাংলাদেশের মুনশীগঞ্জের কাছে মেঘনা নদী থেকে উদ্ধার হল সাংবাদিক বিভুরঞ্জন সরকার (৭১)-এর মৃতদেহ।
সাংবাদিকের পরিবার জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, আজ কলাগাছিয়ার ‘রিভার পুলিশ আউটপোস্ট’-এর সদস্যেরা মেঘনা থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার করেন। একটি সংবাদমাধ্যমকে লেখা প্রবন্ধে তিনি লিখেছেন, ‘শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও ‘আওয়ামী ট্যাগ’ দেওয়া হয়। কিন্তু আওয়ামী আমলেও কোনও বাস্তব পুরস্কার পাইনি। আমি পেলাম না একটি প্লট, না একটি ভাল চাকরি’। বাংলাদেশে বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন বিভুরঞ্জন। মৃত্যুর আগে বাংলাদেশের এক প্রথম সারির সংবাদমাধ্যমকে ‘খোলা চিঠি’ নামে একটি প্রবন্ধ জমা দেন ওই সাংবাদিক। সেই লেখাতেই সংবাদমাধ্যমের উপরে বর্তমান মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চাপের কথা জানিয়ে গিয়েছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)