Advertisement
১২ ডিসেম্বর ২০২৪
UK Election 2024

‘আজ থেকে পরিবর্তন শুরু হল’, ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েই বললেন লেবার পার্টির নেতা স্টার্মার

ভোটের ফল স্পষ্ট হতেই সুনক অভিনন্দন জানান তাঁর উত্তরসূরি হতে যাওয়া স্টার্মারকে। এর পরে প্রথা মেনে বাকিংহাম প্রাসাদে গিয়ে রাজা চার্লসকে ভোটের ফলাফল জানিয়ে পদ ছাড়ার কথা বলেন।

১০ ডাউনিং স্ট্রিটের সামনে প্রথম বক্তৃতা স্টার্মারের।

১০ ডাউনিং স্ট্রিটের সামনে প্রথম বক্তৃতা স্টার্মারের। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৪ ১৭:৩৫
Share: Save:

ব্রিটেনে ক্ষমতার পালাবদল হল ১৪ বছর পরে। কনজ়ারভেটিভ পার্টি (টোরি)-কে হারিয়ে নিরঙ্কুশ জয়ের পরে লেবার পার্টির প্রধান কিয়ের স্টার্মার সে দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন। টোরি নেতা তথা ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্থলাভিষিক্ত হলেন স্টার্মার।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ‘জাদুসংখ্যা’ ৩২৬। বুথফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণ করে সোমবার বিকেল সাড়ে ৩টে (ভারতীয় সময়) পর্যন্ত ৪১২টি গিয়েছে লেবারদের ঝুলিতে। টোরিরা ১২১ এবং অন্যেরা ১১৫টিতে জিতেছে। দু’টি আসনের ফলঘোষণা এখনও বাকি।

ভোটের ফল স্পষ্ট হতেই সুনক অভিনন্দন জানান তাঁর উত্তরসূরি হতে যাওয়া স্টার্মারকে। এর পরে প্রথা মেনে বাকিংহাম প্রাসাদে গিয়ে রাজা তৃতীয় চার্লসকে ভোটের ফলাফল জানিয়ে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। এর পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে ফিরে বিদায়ী বক্তৃতা করেন তিনি।

অন্য দিকে, বিজয়ী দলের নেতা স্টার্মার সে সময় বাকিংহামে রাজার কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে সরকার গড়ার আমন্ত্রণ আনতে যান। এর পর ডাউনিং স্ট্রিটের সেই ‘১০’ লেখা কালো দরজার সামনে বক্তৃতা করেন তিনি। পেশায় আইনজীবী লেবার নেতা বলেন, ‘‘আজ থেকেই পরিবর্তনের পালা শুরু হল দেশে।’’

অন্য বিষয়গুলি:

Keir Starmer UK Election 2024 Rishi Sunak Labour Party Conservative Party
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy