Advertisement
৩০ নভেম্বর ২০২২
Kenya

Viral: উলটপুরাণ! বুনো মোষের হামলা থেকে প্রাণে বাঁচতে গাছে চড়ল পশুরাজ, ভিডিয়ো ভাইরাল

যার ভয়ে এত দিন বুনো মোষেরা পালিয়ে বেড়াত, যার হামলায় বহু বুনো মোষের প্রাণ গিয়েছে, এ বার তাকেই বাগে পেয়ে যেন ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্য প্রস্তুত মোষের দল। ‘বেচারা’ সিংহ ফাঁদে পড়ে মোষের দলের কাছে যেন ‘প্রাণভিক্ষা’ চাইছে।

ভয়ে গাছে চড়ল সিংহ! ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

ভয়ে গাছে চড়ল সিংহ! ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ০৯:৪৭
Share: Save:

এ যেন ঠিক উলটপুরাণ! দাপটের সঙ্গে শিকার ধরে টুঁটি ছিঁড়ে নেয় যে, এ বার প্রচণ্ড ভয় পেয়েছে সে-ই। শেষমেশ প্রাণ বাঁচাতে কোনও মতে একটা গাছ বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে দেখা গেল তাকে। যত বারই উপরে ওঠার চেষ্টা করছে, তত বারই হড়কে যাচ্ছে। আর ততই ভয় পাচ্ছে সে। কেনিয়ার মাসাই মারায় ‘পশুরাজ’-এর এমনই একটি দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। ডেইলি মেল-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫-য় এক দম্পতি এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিলেন। যা নেটমাধ্যমে পুনরায় ভাইরাল হয়েছে।

এত দিন যাদের শিকার করে এসেছে, এ বার তারাই শিকারির বিরুদ্ধে দলবদ্ধ ভাবে রুখে দাঁড়িয়েছে। কথায় আছে, একতাই বল। আর এই একতা দেখেই প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল সিংহটি। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, যে গাছে পশুরাজ ওঠার চেষ্টা করছে, তার কয়েক হাত দূরেই শ’খানেক বুনো মোষের একটি দল দাঁড়িয়ে। যেন শিকারিকে নাগালে পেলে ছিন্নভিন্ন করে ফেলবে!

Advertisement

যার ভয়ে এত দিন বুনো মোষেরা পালিয়ে বেড়াত, যার হামলায় বহু বুনো মোষের প্রাণ গিয়েছে, এ বার তাকেই বাগে পেয়ে যেন ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্য প্রস্তুত মোষের দল। ‘বেচারা’ সিংহ ফাঁদে পড়ে মোষের দলের কাছে যেন ‘প্রাণভিক্ষা’ চাইছে।

ভিডিয়ো দেখে অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। কেউ বলেছেন, ‘শক্ত করে গাছকে ধরে থাক সিম্বা। বাবা আসছে।’ কেউ আবার বলেছেন, ‘মুফাসা নেমে আয় ভাই! ইজ্জত কা সওয়াল হ্যায়।’ আবার এক জন বলেছেন, ‘কখনও কখনও শিকারিকেও শিকার হতে হয়।’ বলাই বাহুল্য এই ধরনের মন্তব্য করে নেটাগরিকরা বার বারই ‘দ্য লায়ন কিং’ ছবিটির প্রসঙ্গ টেনে আনতে চেয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.