Advertisement
E-Paper

বারবার আঘাত নামছে মুক্ত মনের উপর

বারবারই মুক্তমনাদের খুন হতে হচ্ছে বাংলাদেশে। লেখার মাধ্যমে প্রতিবাদ করে চলতি বছরে কয়েক মাসের ব্যবধানে খুন হন তিন ব্লগার। অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান এবং অনন্তবিজয় দাস। প্রকাশ্যেই তাঁদেরকে কুপিয়ে খুন করা হয়। তা সত্ত্বেও থেমে থাকেনি মুক্তমনাদের প্রতিবাদ। তেমনই থেমে থাকেনি মুক্ত কলমের উপরে আঘাতও। শুক্রবারই ফের খুন হন আর এক ব্লগার।বারবারই মুক্তমনাদের খুন হতে হচ্ছে বাংলাদেশে। লেখার মাধ্যমে প্রতিবাদ করে চলতি বছরে কয়েক মাসের ব্যবধানে খুন হন তিন ব্লগার। অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান এবং অনন্তবিজয় দাস। প্রকাশ্যেই তাঁদেরকে কুপিয়ে খুন করা হয়। তা সত্ত্বেও থেমে থাকেনি মুক্তমনাদের প্রতিবাদ। তেমনই থেমে থাকেনি মুক্ত কলমের উপরে আঘাতও। শুক্রবারই ফের খুন হন আর এক ব্লগার।

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ১৮:১৯

২৬ ফেব্রুয়ারি, ২০১৫ খুন হন।

একুশে বইমেলার বাইরে রাতে সন্দেহভাজন মৌলবাদীদের হাতে লেখক অভিজিৎ রায় খুন হন। ধারালে অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় তাঁকে। আনসারুল্লা বাংলা নামে একটি স্বঘোষিত জঙ্গি সংগঠন অভিজিৎকে খুনের দায় স্বীকার করে। তাদের ট্যুইটারে স্পষ্ট, বেশ কয়েক দিন আগে থেকেই তারা অভিজিতের গতিবিধি নজরে রেখেছিল।

২৯ মার্চ, ২০১৫ খুন হন।

বয়স ২৭। আমিও অভিজিৎ, নিজের ফেসবুকের পাতায় লিখেছিলেন তিনি। একুশের বইমেলায় অভিজিৎ খুন হওয়ার পরে ধর্মান্ধতা-বিরোধী সুর চড়িয়ে দিয়েছিলেন বেশ কয়েক ধাপ। সেই অভিজিৎ-হত্যার এক মাসের মাথায় ঢাকার রাজপথে খুন হন তিনি। এই উঠতি লেখক অভিজিতের মতোই বিজ্ঞানমনস্ক চিন্তাধারার পক্ষে সওয়াল করে একটি ব্লগ চালাতেন। বিভিন্ন ওয়েবসাইটে লেখালিখিও করতেন ‘কুৎসিত হাঁসের ছানা’, এই ছদ্মনামে।

১২ মে, ২০১৫ খুন হন।

মাত্র এক দিন আগেই ফেসবুকে ব্লগার অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহমানের হত্যার প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি। পর দিন সকালেই তার মাসুল দিতে হল মুক্তমনা ব্লগের আর এক লেখক অনন্তবিজয় দাসকে। যাঁদের নৃশংস খুনের প্রতিবাদ করেছিলেন তিনি, ঠিক তাঁদের মতোই প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হল অনন্তকে।

৭ অগস্ট, ২০১৫ খুন হন।

নিলয় চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল (৪০)-কে ঢাকার খিলগাঁও এলাকায় তাঁর বাড়িতে ঢুকে খুন করা হয়। তিনি উগ্র ধর্মীয়বাদীদের বিরুদ্ধে লেখালেখি করতেন। তিনি গণজাগরণ মঞ্চের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। সেকারণেই তাঁকে প্রাণ দিতে হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

এই সংক্রান্ত আরও খবর:

ফের ব্লগার খুন বাংলাদেশে
চাপাতির কোপ থামবে কবে?

killed bloggers list of killed bloggers bangladeshi bloggers jmb niloy chattopadhyay killed blogger list blogger murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy