ভারতীয় ব্যাঙ্কগুলিকে বকেয়া ৯০০০ কোটি টাকা ফেরত না দিলে বাজেয়াপ্ত করা হতে পারে পলাতক ব্রিটেনে ধনকুবের বিজয় মাল্যের বাড়ি, সম্পত্তি। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-সহ ভারতের ১৩ টি ব্যাঙ্কের করা মামলার প্রেক্ষিতে এই রায় দিল ব্রিটেনের আদালত। আদালতের এই নির্দেশের ফলে ভারতীয় ব্যাঙ্কগুলির প্রতিনিধিরা প্রয়োজনে হানা দিতে পারেন বিজয় মাল্যের হার্টফোর্ডশায়ারের বাগানবাড়িতে। তবে তার আগে পাওনাদার ব্যাঙ্কগুলিকে ভারতের কোর্ট থেকে জোগাড় করতে হবে সম্পত্তি বাজেয়াপ্ত করার ছাড়পত্র।
এই মুহূর্তে ইংল্যান্ডের লেডিওয়াক ও ব্র্যাম্বেল লজের প্রাসাদোপম বাড়িতে থাকেন বিজয় মাল্য। প্রয়োজনে হানা দেওয়া হতে পারে সেখানেও। সম্পত্তি বাজেয়াপ্ত করতে ব্রিটেনের হাইকোর্টের কাছে সবধরণের আইনি অস্ত্র ব্যবহার করার অনুমতি চেয়েছিল ভারতীয় ব্যাঙ্কগুলি। তার প্রেক্ষিতেই এই রায় ব্রিটিশ আদালতের। ভারতের ডেট রিকভারি ট্রাইব্যুনালের করা মামলায় এই প্রথম কোনও সিদ্ধান্ত নিল লন্ডনের কোর্ট। আইনি দিক থেকেও এই ঘটনা অভূতপূর্ব।
আগামী ৩১ জুলাই ইংল্যান্ডের কোর্টে উঠছে মাল্যকে ভারতে প্রত্যর্পণের মামলাটি। তার আগে ব্রিটিশ কোর্টের এই সিদ্ধান্তে নিশ্চিতভাবেই আরও কোণঠাসা হলেন তছরুপের দায়ে অভিযুক্ত ভারতীয় ব্যবসায়ী।
আরও পড়ুন: কৃষকদের মন পেতে মোদীর পথেই কুমারস্বামী, বিপুল ঋণ মকুব
যে ব্যাঙ্কগুলি মাল্যকে দেওয়া ঋণ আদায় করতে এই মামলা করেছে তার মধ্যে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ছাড়াও আছে ব্যাঙ্ক অব বরোদা, কর্পোরেশন ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অব মাইশোর, ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড সহ আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক।