ভারতের জমিকে নেপালের ভূখণ্ডের বলে দাবি করে বিতর্ক বাড়িয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এ বার ভারতীয় রাজনীতির অন্যতম ‘অ্যাজেন্ডা’ রামজন্মভূমিকেও নেপালের বলে দাবি করে ফের বিতর্ক উসকে দিলেন তিনি। বললেন, “ রাম এক জন নেপালি। ভারতে নয়, রামের আসল জন্মভূমি অযোধ্যাও নেপালে। কাঠমাণ্ডুর কাছে সেই ছোট্ট গ্রাম অযোধ্যা। সেখানেই জন্ম হয়েছিল রামের।”
ওলি আরও বলেন, “আমরা এখনও বিশ্বাস করি যে সীতা আমাদের দেশের, রামও এই দেশের। যে অযোধ্যায় রাম জন্মেছিল সেই গ্রাম নেপালে, ভারতে নয়। নেপালের জেলা বীরগঞ্জ থেকে সামান্য পশ্চিমে ছোট গ্রাম অযোধ্যা।” নেপালি ওয়েবসাইট সেতোপতি ডট কম ওলির অভিযোগকে উদ্ধৃত করে জানিয়েছে, নেপালের সংস্কৃতিকে দমিয়ে রাখা হয়েছে। দেশের সংস্কৃতিতে জোর করে অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে।
সংবাদ সংস্থা এএনএআই নেপালের সংবাদমাধ্যমের সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ওলি দাবি করেছেন, “আসল অযোধ্যা ভারতে নয়, নেপালে। রাম ভারতীয় নন, তিনি এক জন নেপালি।”