বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল মেক্সিকোর একটি সুপারমার্কেট। শনিবার বিকেলে সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের এই ঘটনায় শিশু-সহ ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে।
সপ্তাহান্তে ‘ডে অব দ্য ডেড’ উপলক্ষে জনপ্রিয় সুপারমার্কেটটিতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। হঠাৎই সেখানে বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, যার ফলে কেঁপে ওঠে গোটা এলাকা। এর পরেই সুপারমার্কেটে আগুন ধরে যায়। বিস্ফোরণের পরে সুপারমার্কেটের ভিতরে মানুষের মধ্যে আতঙ্কের জেরে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো দুরাজ়ো একটি ভিডিয়ো বার্তায় বলেন, “দুঃখজনক ভাবে মৃতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। স্বচ্ছ তদন্ত চলবে।”
বিস্ফোরণের কারণ হিসেবে তদন্তকারীরা সন্ত্রাসবাদী হামলার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। রিপোর্টে জানানো হয়েছে, গ্যাস লিক বা বৈদ্যুতিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও তদন্তে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন গভর্নর দুরাজ়ো।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শাইনবাম বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল।’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)