Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩
Earthquake in New Zealand

ভয়াবহ ভূকম্প নিউ জ়িল্যান্ডে, কম্পনের মাত্রা ৭.১, প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা

প্রবল ভূকম্পে কেঁপে উঠল নিউ জ়িল্যান্ড। বৃহস্পতিবার সকালে নিউ জ়িল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১।

Representative image of Earthquake

ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ০৭:৪০
Share: Save:

ভূকম্পে কেঁপে উঠল নিউ জ়িল্যান্ড। বৃহস্পতিবার সকালে নিউ জ়িল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১।

ইউএসজিএস সূত্রে খবর, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। কিন্তু পরে ওই দেশের ন্যাশনাল এমার্জেন্সি ম্যানাজমেন্ট এজেন্সি জানিয়েছে যে, সুনামির আর কোনও আশঙ্কা নেই।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE