আগুন ধরে গেল পাকিস্তানের করাচির বহুতল শপিং মলে। ঝলসে মৃত্যু হল অন্তত ছ’জনের। পুড়ে গেল বহু দোকান। শনিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। রবিবার সন্ধ্যা পর্যন্তও সেই আগুন নেবানো যায়নি।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে খবর, শনিবার রাতে করাচির এমএ জিন্না রোডের গুল প্লাজ়া শপিং মলের এক তলায় আগুন ধরে যায়। মুহূর্তে এক দোকান থেকে অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঝলসে মৃত্যু হয় ছ’জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ১৮ ঘণ্টা কেটে গেলেও রবিবার সন্ধ্যা পর্যন্ত আগুন নেবানো যায়নি। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্তও উদ্ধারকাজ চলছে।
উদ্ধারকারী দলের তরফে হাসানুল হাসিব খান রয়টার্সকে বলেন, ‘‘রাত প্রায় ১০টা ৩৮ মিনিট নাগাদ দমকল অগ্নিকাণ্ডের খবর পায়। আমরা যখন এলাকায় পৌঁছোই, তত ক্ষণে আগুন উপরের তলাগুলিতেও ছড়িয়ে পড়েছে। কিছু ক্ষণের মধ্যে প্রায় গোটা বহুতলই আগুনের কবলে চলে যায়।’’ এরই মাঝে আবার বহুতলের একাংশ ভেঙে পড়ে। সে সবের মাঝে সন্তর্পণে চলতে থাকে উদ্ধারকাজ। হাসানুল জানিয়েছেন, রবিবার সন্ধ্যা পর্যন্ত আগুন প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২০ জন। এখনও ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
কী থেকে আগুন লাগল, তার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, এখনও পর্যন্ত ছ’জনের দগ্ধ দেহ করাচির সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও ভর্তি করানো হয়েছে ওই হাসপাতালেই।