Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Georgia

১১ সন্তানের মা এই ২৩ বছরের কোটিপতি তরুণী চান ১০৫ সন্তানের মা হতে!

শিশুপ্রেম কোন পর্যায়ে গেলে কেউ ক্রিস্টিনাকে টক্কর দিতে পারবেন? ক্রিস্টিনাকে না চিনলে, তাঁর সম্বন্ধে না জানলে এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৯:২১
Share: Save:
০১ ১৪
শিশুপ্রেম কোন পর্যায়ে গেলে কেউ ক্রিস্টিনাকে টক্কর দিতে পারবেন? ক্রিস্টিনাকে না চিনলে, তাঁর সম্বন্ধে না জানলে এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।

শিশুপ্রেম কোন পর্যায়ে গেলে কেউ ক্রিস্টিনাকে টক্কর দিতে পারবেন? ক্রিস্টিনাকে না চিনলে, তাঁর সম্বন্ধে না জানলে এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।

০২ ১৪
ক্রিস্টিনা এতটাই বাচ্চা ভালবাসেন যে ইতিমধ্যে ১১ সন্তানের মা হয়েছেন তিনি। এই সংখ্যাটাই ১০৫ করতে চান ক্রিস্টিনা!

ক্রিস্টিনা এতটাই বাচ্চা ভালবাসেন যে ইতিমধ্যে ১১ সন্তানের মা হয়েছেন তিনি। এই সংখ্যাটাই ১০৫ করতে চান ক্রিস্টিনা!

০৩ ১৪
ক্রিস্টিনা ও তাঁর স্বামী জর্জিয়ার এক বড় হোটেলের মালিক। কোটিপতি দম্পতির অর্থের কোনও অভাব নেই।

ক্রিস্টিনা ও তাঁর স্বামী জর্জিয়ার এক বড় হোটেলের মালিক। কোটিপতি দম্পতির অর্থের কোনও অভাব নেই।

০৪ ১৪
তাঁরা দু’জনেই বাচ্চা খুব ভালবাসেন। দু’জনেই চান সারা জীবন তাঁদের সংসারে বাচ্চারা খেলা করে বেড়াক।

তাঁরা দু’জনেই বাচ্চা খুব ভালবাসেন। দু’জনেই চান সারা জীবন তাঁদের সংসারে বাচ্চারা খেলা করে বেড়াক।

০৫ ১৪
এই ইচ্ছার জন্যই ইতিমধ্যে তাঁদের বাড়িতে কেউ গেলে সেটাকে ক্রেস বলে ভুল করতে পারেন। বাড়ির আনাচ-কানাচে শুধুই বাচ্চাদের খেলা করতে দেখা যাবে সেখানে।

এই ইচ্ছার জন্যই ইতিমধ্যে তাঁদের বাড়িতে কেউ গেলে সেটাকে ক্রেস বলে ভুল করতে পারেন। বাড়ির আনাচ-কানাচে শুধুই বাচ্চাদের খেলা করতে দেখা যাবে সেখানে।

০৬ ১৪
তাঁর পুরো নাম ক্রিস্টিনা উজটার্ক। তাঁরা স্বামী হলেন গালিপ উজটার্ক। জর্জিয়ায় থাকেন তাঁরা।

তাঁর পুরো নাম ক্রিস্টিনা উজটার্ক। তাঁরা স্বামী হলেন গালিপ উজটার্ক। জর্জিয়ায় থাকেন তাঁরা।

০৭ ১৪
জর্জিয়াতে গর্ভ ভাড়া বেআইনি নয়। ১১ সন্তানের মধ্যে ১০ জনেরই জন্ম হয়েছে ওই ভাবে। অর্থাৎ অন্য কোনও মহিলার গর্ভে বেড়ে উঠেছে তাঁদের সন্তান।

জর্জিয়াতে গর্ভ ভাড়া বেআইনি নয়। ১১ সন্তানের মধ্যে ১০ জনেরই জন্ম হয়েছে ওই ভাবে। অর্থাৎ অন্য কোনও মহিলার গর্ভে বেড়ে উঠেছে তাঁদের সন্তান।

০৮ ১৪
এদের মধ্যে শুধুমাত্র একটি সন্তান ক্রিস্টিনার গর্ভে বেড়ে উঠেছে। ৬ বছর আগে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এখনও পর্যন্ত একমাত্র তাঁকেই নিজের গর্ভে ধারণ করেছেন ক্রিস্টিনা।

এদের মধ্যে শুধুমাত্র একটি সন্তান ক্রিস্টিনার গর্ভে বেড়ে উঠেছে। ৬ বছর আগে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এখনও পর্যন্ত একমাত্র তাঁকেই নিজের গর্ভে ধারণ করেছেন ক্রিস্টিনা।

০৯ ১৪
সেই সন্তানের নাম ভিকা। ভিকাই তাঁদের প্রথম সন্তান। ভিকার পর তাঁদের সমস্ত সন্তানই অন্য মহিলার গর্ভে বড় হয়েছে।

সেই সন্তানের নাম ভিকা। ভিকাই তাঁদের প্রথম সন্তান। ভিকার পর তাঁদের সমস্ত সন্তানই অন্য মহিলার গর্ভে বড় হয়েছে।

১০ ১৪
গর্ভ ভাড়া নেওয়াটা যথেষ্ট খরচসাপেক্ষ। যদিও ২৩ বছরের কোটিপতি ক্রিস্টিনা এবং তাঁর স্বামীর শিশুপ্রেমের কাছে তা নেহাতই ‘ছোট বিষয়’।

গর্ভ ভাড়া নেওয়াটা যথেষ্ট খরচসাপেক্ষ। যদিও ২৩ বছরের কোটিপতি ক্রিস্টিনা এবং তাঁর স্বামীর শিশুপ্রেমের কাছে তা নেহাতই ‘ছোট বিষয়’।

১১ ১৪
ক্রিস্টিনা জানান, ওই ১০ সন্তানের জন্য ৮ হাজার ইউরো করে খরচ করতে হয়েছে। অর্থাৎ মোট ৮০ হাজার ইউরো খরচ হয়েছে। আজকের দিনে ভারতীয় মুদ্রায় যা ৭০ লক্ষ টাকারও বেশি।

ক্রিস্টিনা জানান, ওই ১০ সন্তানের জন্য ৮ হাজার ইউরো করে খরচ করতে হয়েছে। অর্থাৎ মোট ৮০ হাজার ইউরো খরচ হয়েছে। আজকের দিনে ভারতীয় মুদ্রায় যা ৭০ লক্ষ টাকারও বেশি।

১২ ১৪
সম্প্রতি ২৩ বছরের ক্রিস্টিনা নেটমাধ্যমের পাতায় তাঁদের স্বপ্নের কথা তুলে ধরেছেন। ক্রিস্টিনা লেখেন, ‘১০ সন্তানের মধ্যে কনিষ্ঠতম অলিভিয়া। গত মাসের শেষে জন্ম হয়েছে তার’।

সম্প্রতি ২৩ বছরের ক্রিস্টিনা নেটমাধ্যমের পাতায় তাঁদের স্বপ্নের কথা তুলে ধরেছেন। ক্রিস্টিনা লেখেন, ‘১০ সন্তানের মধ্যে কনিষ্ঠতম অলিভিয়া। গত মাসের শেষে জন্ম হয়েছে তার’।

১৩ ১৪
এর পরই ক্রিস্টিনা জানান, তাঁরা দুজনেই আরও অনেক সন্তান চান। মোটা ১০৫টি সন্তানের জন্ম দিতে চান তাঁরা।

এর পরই ক্রিস্টিনা জানান, তাঁরা দুজনেই আরও অনেক সন্তান চান। মোটা ১০৫টি সন্তানের জন্ম দিতে চান তাঁরা।

১৪ ১৪
ক্রিস্টিনার মতো এক জন জীবনসঙ্গী পেয়ে আপ্লুত গালিপও। স্ত্রীর স্বপ্নপূরণের সঙ্গী যে তিনিও।

ক্রিস্টিনার মতো এক জন জীবনসঙ্গী পেয়ে আপ্লুত গালিপও। স্ত্রীর স্বপ্নপূরণের সঙ্গী যে তিনিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE