Advertisement
E-Paper

প্রেসিডেন্ট ট্রাম্পের হাত ধরতে চাইলেন না মেলানিয়া!

খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরতে চাইলেন না ফার্স্ট লেডি মেলানিয়া! ইজরায়েলের মাটিতে রীতিমতো অস্বস্তিতে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট। আক্ষরিক অর্থেই ট্রাম্পের হাত ধরতে অস্বীকার করলেন তাঁর স্ত্রী মেলানিয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০১৭ ১৫:৪৬

খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরতে চাইলেন না ফার্স্ট লেডি মেলানিয়া!

ইজরায়েলের মাটিতে রীতিমতো অস্বস্তিতে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট। আক্ষরিক অর্থেই ট্রাম্পের হাত ধরতে অস্বীকার করলেন তাঁর স্ত্রী মেলানিয়া। শুধু তাই নয়, ট্রাম্পের বাড়িয়ে দেওয়া হাতে চাপড় মেরে নিজের হাত সরিয়ে নেন আমেরিকার ফার্স্ট লেডি। চার দেওয়ালের মধ্যে নয়, সোমবার এ ঘটনা ঘটল বিশ্বের তাবড় মিডিয়ার ক্যামেরার সামনেই। ১১ সেকেন্ডের এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিবাহিত জীবন নিয়ে জল্পনা শুরু হয়েছে জনমানসে।

সোমবার ইজরায়েল সফরের অঙ্গ হিসাবে তেল আভিভের বেল গুরিঅন বিমানবন্দরে নামেন সস্ত্রীক প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা। রেড কার্পেট পাশাপাশিই হাঁটছিলেন তাঁরা। বিমান থেকে নেমে সস্ত্রীক নেতানিয়াহুর পাশে পাশেই ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তাঁর পূর্বসূরিদের মতো পাশে ছিলেন না মেলানিয়া। বরং স্ত্রীকে খানিকটা পিছনে ফেলে এগিয়েই গিয়েছিলেন তিনি। খানিক ক্ষণ সে ভাবেই হাঁটার পর মেলানিয়ার দিকে নিজের বাঁ-হাত বাড়িয়ে দেন ট্রাম্প। কালো রোদচশমা এবং ঝকঝকে সাদা পেনসিল স্কার্ট ও ব্লেজার পরা মেলানিয়া সে ‘ডাকে’ সাড়া দেননি। বিশিষ্টজন থেকে শুরু করে সংবাদমাধ্যম— সকলের সামনেই ট্রাম্পের হাতে হাত রাখতে অস্বীকার করেন তিনি। এর পর ট্রাম্পের কাছাকাছি হাঁটলেও খানিক ক্ষণ পর ফের সরে আসেন তিনি। বিমানবন্দরে উপস্থিত বিশিষ্টদের সঙ্গে হাত মেলাতে শুরু করেন ট্রাম্প।

আরও পড়ুন

‘বোন ফোন ধরছে না, প্লিজ, আমাকে সাহায্য করুন’

এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর মেলানিয়ার সপক্ষে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখা গিয়েছে। ট্রাম্পের উদ্দেশে এক জনের কটাক্ষ, “সারা ক্ষণ মেলানিয়াকে ভুলে থাকলেন, তাঁর অনেক আগে আগে হাঁটলেন। এমনকী, গাড়ি থেকে তাঁকে নামতেও সাহায্য করলেন না! আর এখন তাঁর হাত ধরতে চাইছেন?” আর এক জনের টুইট, “এমনকী, ক্যামেরার সামনেও মেলানিয়া ভেক ধরতে পারেন না। আমি তো মেলানিয়াকে পছন্দ করতে শুরু করেছি।”

' (_)

' (_)

ইজরায়েলের ঘটনাই প্রথম নয়, লোকচক্ষুর সামনে এর আগেও নিজের আবেগ দেখাতে পিছপা হননি ফার্স্ট লেডি মেলানিয়া। #FreeMelania প্রচারে টুইটারের একটি ভিডিও পোস্টে দেখা গিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মেলানিয়ার দিক থেকে মুখ ফেরাতেই ফার্স্ট লেডির মুখের হাসি এক নিমেষে মিলিয়ে যায়। প্রকাশ্যেই ভ্রূকুটি করেন তিনি। ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনাটা। ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওতে এক ঘণ্টার মধ্যেই ‘লাইক’ পড়ে ৬৫ হাজার। ৫০ হাজার মানুষ তা রি-টুইটও করেন।

অনেকে আবার এ ক্ষেত্রে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রসঙ্গও তুলে এনেছেন। মিশেলের হাতে হাত রেখে বারাক ওবামা বিমান থেকে নামছেন, টুইটারে এমন ছবি পোস্ট করে এক জন লিখেছেন, “এ ভাবেই এক জন সত্যিকারের প্রেসিডেন্ট ফার্স্ট লেডির সঙ্গে আচরণ করেন।” তবে শুধুমাত্র কটাক্ষই নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের ১২ বছরের বিবাহিত জীবন নিয়েও জল্পনা শুরু হয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরও হোয়াইট হাউসে এসে ওঠেননি স্ত্রী মেলানিয়া। এখনও তিনি নিউ ইয়র্কেই বসবাস করছেন। সোমবারের ঘটনার পর যেন সে জল্পনার পালে আরও হাওয়া লাগল।

দেখুন ভিডিও

Melania Trump Donald Trump US President ডোনাল্ড ট্রাম্প
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy