Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kabul

কাবুলে ধারাবাহিক বিস্ফোরণ, হয়ে থাকতে পারে রকেট হামলা, নিহত ১

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, দু’টি বাড়িতে রকেট হামলার মতো গর্ত তৈরি হয়েছে।

ফাইল চিত্র

ফাইল চিত্র

সংবাদ সংস্থা
কাবুল শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ১১:৫৬
Share: Save:

ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। এখনও পর্যন্ত সরকারি ভাবে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বিস্ফোরণ ও রকেট হামলার একাধিক শব্দের কারণে এখনও ভয়ে কাঁটা হয়ে আছে আফগানিস্তানের কাবুল শহরের গ্রিন জোন এলাকা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, দু’টি বাড়িতে রকেট হামলার মতো গর্ত তৈরি হয়েছে। ঘন বসতিপূর্ণ এই এলাকায় রয়েছে দেশের ও বিদেশের একাধিক সংস্থার দফতরও। সেই কারণেই বিস্ফোরণের পর চিন্তা বেড়েছে প্রশাসনের।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘শনিবার সকালে দু’টি পৃথক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। ঘটনায় এক জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। তিন জন ঘটনায় আহত হয়েছেন।’’ শেষ কয়েক মাসে কাবুলে হামলার সংখ্যাধিক্য বেশ কিছুটা কমেছে। শনিবারের বিস্ফোরণের দায় এখনও কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

আরও পড়ুন: কোভিড ভ্যাকসিন নিয়ে আলোচনায় মোদী, কোভ্যাকসিনের ট্রায়াল শুরু ওড়িশায়

এদিকে এর মধ্যেই মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়োর সঙ্গে তালিবানদের মধ্যস্থতাকারীদের আলোচনায় বসার কথা রয়েছে। সেই আলোচনায় থাকার কথা আফগান সরকারেরও। সেই সূত্রেই তালিবানরা জানিয়েছে, তারা আর শহরের জনবহুল এলাকায় হামলা চালাবে না। তা হলে কাবুলের এই হামলার পিছনে কাদের হাত রয়েছে— প্রশ্ন ভাবাচ্ছে সব পক্ষকেই।

আরও পড়ুন: জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া জিনিস থেকে স্পষ্ট তারা পাকিস্তানেরই, দাবি ভারতীয় গোয়েন্দাদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kabul Afghanistan terrorist attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE