Advertisement
৩০ এপ্রিল ২০২৪

পোশাক অমিল, বাতিল নাসার প্রমীলা অভিযান

মাপের পোশাক নেই। তাই শেষ মুহূর্ত ভেস্তে গেল শুধু মহিলা মহাকাশচারীদের নিয়ে নাসার স্পেসওয়াক প্রজেক্ট।

সংবাদ সংস্থা 
ওয়াশিংটন শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০১:১২
Share: Save:

ইতিহাস অধরাই!

মাপের পোশাক নেই। তাই শেষ মুহূর্ত ভেস্তে গেল শুধু মহিলা মহাকাশচারীদের নিয়ে নাসার স্পেসওয়াক প্রজেক্ট। ঠিক ছিল, ২৯ মার্চ অর্থাৎ আগামী শুক্রবার আন্তর্জাতিক স্পেশ স্টেশন থেকে বেরিয়ে মহাকাশে হাঁটবেন নাসার প্রমীলা ব্রিগেড— ক্রিস্টিনা কখ এবং অ্যান ম্যাকক্লেন। কাজটা মূলত স্পেশ স্টেশনে ব্যাটারি ইনস্টলেশনের। চলতি মাসের গোড়ায় এই অভিনব যাত্রার কথা ঘোষণা করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। সেইমতো প্রশিক্ষণও চলছিল পুরোদমে। কিন্তু শেষ অবধি শিকে ছিঁড়ল না ম্যাকক্লেনের। তাঁর জন্য সঠিক মাপের স্পেসস্যুট পাওয়া যাচ্ছে না বলে কাল রাতে তাঁর বদলি হিসেবে নাম ঘোষণা হল এক পুরুষ মহাকাশচারীর। নাসা জানাল, এখন পোশাক বদলানোর চেয়ে মহাকাশচারী পাল্টে ফেলাটাই সহজ মনে হয়েছে তাদের।

কিন্তু একে নাসারই ‘অব্যবস্থা’ বলে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আগাম পোশাকের বন্দোবস্ত না করেই এমন অভিযানের কথা তারা ভাবল কী করে, প্রশ্ন তুলছেন অনেকেই। কেউ বলছেন, এতে কার্যত নারীশক্তিকেই খাটো করা হল।

আসল ঘটনাটা কী? নাসা জানিয়েছে, গোলমালটা স্পেসস্যুটের ‘মিডিয়াম’ এবং ‘লার্জ’ মাপ নিয়ে। ম্যাকক্লেন দীর্ঘদিন নাসার প্রশিক্ষণ নিয়েছেন এই দুই মাপের পোশাক পরেই। কিন্তু গত সপ্তাহে একটি অভিযানে গিয়ে তাঁর মনে হয়, ‘মিডিয়াম’ মাপের স্পেশস্যুটটাই যথাযথ। কিন্তু সংস্থার কাছে তাঁর জন্য মজুত রাখা ছিল ‘লার্জ’ মাপের স্পেসস্যুট। এত দ্রুত সেই পোশাক খাটো করা বা নতুন একটা তৈরি করা অসম্ভব বলে জানিয়ছে নাসা। তাই এ বার আর ক্রিস্টিনার সঙ্গে কাঁধ মিলিয়ে ইতিহাস গড়া হল না ম্যাকক্লেনের। তবে ৮ এপ্রিল ফের তিনি যাবেন মহাকাশে। অন্য এক পুরুষযাত্রীর সঙ্গে। ম্যাকক্লেন এবং ক্রিস্টিনা দু’জনেই নাসার ২০১৩-র ব্যাচে প্রশিক্ষণ নিয়েছেন। যে ব্যাচে ৫০ শতাংশই ছিলেন মহিলা।

ক্লাসে পাশাপাশি বসেছেন। কিন্তু এ যাত্রায় আর বন্ধু ম্যাকক্লেনকে পাশে পেলেন না ক্রিস্টিনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NASA International Space Station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE