Advertisement
২২ মার্চ ২০২৩
Nawaz Sharif

‘আপনিই আমার সরকার ফেলেছেন’, নওয়াজের নিশানায় পাক সেনাপ্রধান

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, তাঁর সরকার ফেলে দেওয়ার পিছনে হাত রয়েছে আইএসআই-এরও।

লন্ডন থেকে জমায়েতে ভাষণ নওয়াজ শরিফের।— ফাইল চিত্র

লন্ডন থেকে জমায়েতে ভাষণ নওয়াজ শরিফের।— ফাইল চিত্র

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ১৪:০৮
Share: Save:

বিচার-বিভাগের উপর চাপ দিয়ে তাঁর সরকার ফেলে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। শুধু তাই নয়, ২০১৮ সালে নির্বাচনের পর ইমরানের খানের নেতৃত্বে সরকার গড়তেও সাহায্য করেছিলেন পাক সেনাপ্রধান। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ইমরানের খানের সরকারকে উৎখাত করতে একজোট হয়ে দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে বিরোধী দলগুলি। ‘পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)’-এর ব্যানারে পূর্ব পাকিস্তানের গুজরানওয়ালায় তারই প্রথম জমায়েত হল শুক্রবার। সেখানে লন্ডন থেকে লাইভে বক্তৃতা দেন নওয়াজ। নিশানা করেন পাক সেনাপ্রধানকে।

Advertisement

নওয়াজের অভিযোগ, ‘‘জেনারেল কমর জাভেদ বাজওয়া আমাদের সরকারকে সরিয়ে দিয়েছিলেন, যে সরকার ভাল কাজ করছিল। তিনি গোটা দেশ এবং জাতির উপরে নিজের ইচ্ছা চাপিয়ে দিয়েছিলেন।’’ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, তাঁর সরকার ফেলে দেওয়ার পিছনে হাত রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এরও।

২০১৭-য় দুর্নীতির অভিযোগে পাকিস্তানের শীর্ষ আদালতের রায়ে বরখাস্ত হয়ে ইস্তফা দেন নওয়াজ। গত নভেম্বর মাসে লন্ডনে চিকিৎসার জন্য যান তিনি। এ দিন সেখান থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই জমায়েতে যোগ দেন। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন)-এর তরফে নওয়াজ ছাড়াও জমায়েতে ছিলেন মরিয়ম নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র বিলাবল ভুট্টো-সহ বিরোধী নেতানেত্রীরা। তাঁরা সকলেই এক সুরে ইমরান খানের সরকারকে হটানোর ডাক দিয়েছেন। পাকিস্তানে সাধারণ নির্বাচন ২০২৩ সালে। কিন্তু তার অনেকটা আগে থেকে থমকে যাওয়া অর্থনীতি, দ্রব্যমূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির এক জোট হয়ে সলতে পাকানো চাপে ফেলে দিল ইমরান খানের সরকারকে।

আরও পড়ুন: হু-র ট্রায়ালে ব্যর্থ রেমডেসিভিয়ার

Advertisement

আরও পড়ুন: নভেম্বরে আমেরিকায়, মার্চে ভারতে করোনা টিকা মেলার ইঙ্গিত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.