বাংলাদেশের প্রাক্তন শাসকদল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে দেখা গেল নবগঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-র নেতাদের। সোমবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচনের আগে দু’দল কাছাকাছি আসতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে, সোমবার সন্ধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের গুলশানের সদর দফতরে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানায় এনসিপির প্রতিনিধিদল। এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তৌহিদ হোসেন ছিলেন ওই প্রতিনিধিদলে। বিএনপির পক্ষ থেকে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তাঁদের হাতে পুষ্পস্তবক তুলে দেন সারজিসেরা।
আরও পড়ুন:
গত অগস্টে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘিরে দানা বাঁধা প্রবল জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা। সেই আন্দোলনের অন্যতম ‘মুখ’ নাহিদ ইসলাম, সারজিস, হাসনত আবদুল্লার মতো ছাত্রনেতারা পরবর্তীকালে এনসিপি গড়েন। প্রাথমিক ভাবে খালেদার দলের সঙ্গে সখ্য থাকলেও পরবর্তী কালে দূরত্ব বেড়েছে সারজিসদের। ঢাকা, দিনাজপুরের মতো বিভিন্ন এলাকায় দু’দলের কর্মী সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষও ঘটেছে। এনসিপি এবং মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদী দল বাংলাদেশ জামায়াতে ইসলামি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন জানালেও বিএনপি গত এক বছর ধরে ধারাবাহিক ভাবে দ্রুত নির্বাচনের দাবি তুলেছে।