রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে প্রচন্ড যানজটের মধ্যে পড়লেন। এ দিকে ঠিক সময়ে কাজে পৌঁছনো দরকার। কিন্তু উপায় নেই! অতএব শুধু অসহায়ের মতো অপেক্ষা করা।
কিন্তু আর নয়। এ বার সেই মুশকিল আসান করতে হাজির হয়েছে একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা। তাদের দাবি, এমন একটা মডেলের গাড়ি তৈরি করেছে যা যানজটের মধ্যেও অনায়াসে চলবে। অতএব অসহায়ের মতো আর অপেক্ষা নয়।
কেমন সেই গাড়ি?
আরও পড়ুন: পোল্যান্ডে আক্রান্ত ভারতীয় ছাত্র, রিপোর্ট তলব বিদেশমন্ত্রীর
কিন্তু এই ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলেছে এক বিখ্যাত গাড়িপ্রস্তুত সংস্থা। তাদের মতে, কোনও ভাবেই গাড়িকে এ রকম লিফ্ট করিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটা একেবারেই মানুষকে বোকা বানানোর চেষ্টা। সস্তা বিজ্ঞাপনী চমক।
গাড়িটি নিয়ে যতই প্রশ্ন উঠুক, এটা কিন্তু মানুষের কাছে হিরো হয়ে উঠেছে। যদি এমন গাড়ি ভবিষ্যতে আসেও, তা হলে সত্যি যানজটকে থোরাই কেয়ার বলাই যায়!
ভিডিওতে দেখুন কেমন সেই গাড়ি