এক নতুন করোনা স্ট্রেনের দেখা মিলল ফের। এ বার জাপানে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, স্ট্রেনটি মিলেছে ব্রাজিল ফেরত চার জনের দেহে। বিমানবন্দরে পরীক্ষা করতে বছর চল্লিশের এক যুবক, ৩০-এর কোঠার এক তরুণী ও দুই কিশোর-কিশোরীর করোনা-পজ়িটিভ ধরা পড়ে। দেখা যায়, তারা যে স্ট্রেনে আক্রান্ত, সেটি অচেনা। ব্রিটেন বা দক্ষিণ আফ্রিকায় শোরগোল ফেলে স্ট্রেনও নয় এটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও অন্য কিছু দেশের সঙ্গে একযোগে স্ট্রেনটি সম্পর্কে জানতে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে জাপান। নতুন আবিষ্কৃত প্রতিষেধকগুলি এই স্ট্রেনকে খতম করতে কার্যকরী কি না, তা জানা ভীষণই দরকার।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, যে যুবকের দেহে এই স্ট্রেনটি মিলেছে, জাপানের বিমানবন্দরে পা রাখার সময়েও তিনি সুস্থ ছিলেন। কিন্তু পরে শ্বাসকষ্ট শুরু হয়। তরুণীর মাথা যন্ত্রণা রয়েছে। কিশোরটির গায়ে জ্বর রয়েছে। কিশোরীর শরীরে কোনও উপসর্গ নেই।