Advertisement
২০ মে ২০২৪

৪২ বছর পর উদ্ধার অভিযাত্রীর দেহ

হারিয়ে যাওয়ার পরে পেরিয়ে গিয়েছিল চার দশকেরও বেশি সময়। বন্ধুদের সঙ্গে ট্রেকিং করতে গিয়ে মাত্র ১৯ বছর বয়সে পাহাড়ি খাঁজে নিখোঁজ হয়েছিলেন নিউ জিল্যান্ডের ডেভিড এরিক মোয়েন। পরিবারের কাছে খবর এসেছিল, মাউন্ট কুক অভিযানে গিয়ে তাসমানি হিমবাহ পেরোনোর সময় তুষারঝড়ের মুখে পড়ে নিখোঁজ হয়েছেন ডেভিড। নিখোঁজ তাঁর এক সঙ্গীও। এত বছর পরে সেই ডেভিডের দেহ মিলল বরফ গহ্বর থেকে।

সংবাদ সংস্থা
অকল্যান্ড শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৩:৩০
Share: Save:

হারিয়ে যাওয়ার পরে পেরিয়ে গিয়েছিল চার দশকেরও বেশি সময়। বন্ধুদের সঙ্গে ট্রেকিং করতে গিয়ে মাত্র ১৯ বছর বয়সে পাহাড়ি খাঁজে নিখোঁজ হয়েছিলেন নিউ জিল্যান্ডের ডেভিড এরিক মোয়েন। পরিবারের কাছে খবর এসেছিল, মাউন্ট কুক অভিযানে গিয়ে তাসমানি হিমবাহ পেরোনোর সময় তুষারঝড়ের মুখে পড়ে নিখোঁজ হয়েছেন ডেভিড। নিখোঁজ তাঁর এক সঙ্গীও। এত বছর পরে সেই ডেভিডের দেহ মিলল বরফ গহ্বর থেকে।

১৯৭৩-এর ১৬ সেপ্টেম্বরের ওই ঘটনায় ডেভিডের সঙ্গীর দেহ উদ্ধার হয়েছিল কিছু দিন পরেই। পাওয়া গিয়েছিল ডেভিডের রুকস্যাকও। কিন্তু খোঁজ মেলেনি ডেভিডের। চলতি বছরের গোড়ায় হঠাৎই ডেভিডের দেহ নজরে আসে একটি অভিযাত্রী দলের। খোঁজ খবর নিয়ে জানা যায় ডেভিডের কথা, খবর পাঠানো হয় তাঁর পরিবারের কাছে। ডিএনএ পরীক্ষার পর আজই সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে, ডেভিডের দেহ উদ্ধারের কথা।

পরিবারের তরফে অবশ্য ধরেই নেওয়া হয়েছিল, চিরতরে হারিয়ে গিয়েছেন ডেভিড। একে একে পেরিয়েছে ৪২টা বছর। অবশেষে ছেলে ফিরল ঘরে। মৃত, কিন্তু অবিকৃত। বরফের আদর একটু ভাঁজও পড়তে দেয়নি চামড়ায়। পচন ধরতে দেয়নি দেহে।

পরিবারের তরফে জানানো হয়েছে, ‘‘মনে হচ্ছে এত দিন পরে ডেভিডকে ফিরে পেয়েছি আমরা। ওর দেহে প্রাণ না থাকলেও, ওর আত্মার মৃত্যু হয়নি। সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে আরও চমৎকার ভাবে কেটেছে ওর মৃত্যু-পরবর্তী জীবন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NEW ZEALAND formally identified glacier acland
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE