Advertisement
০৪ মে ২০২৪

হামলার পর ফের খুলল নিস এয়ারপোর্ট

দুঃস্বপ্নের রাত কাটিয়ে ফের স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে নিস। বৃহস্পতিবারের হামলায় বাস্তিল দিবস উদ্‌যাপন নিমেষে পরিণত হয় বিভীষিকায়। ঘটনার পর স্বাভাবিক ভাবেই ফ্রান্সের সর্বত্র নিরাপত্তার ঘোরাটোপে মুড়ে ফেলা হয়। বাদ যায়নি নিস এয়ারপোর্ট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ২০:৪০
Share: Save:

দুঃস্বপ্নের রাত কাটিয়ে ফের স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে নিস। বৃহস্পতিবারের হামলায় বাস্তিল দিবস উদ্‌যাপন নিমেষে পরিণত হয় বিভীষিকায়। ঘটনার পর স্বাভাবিক ভাবেই ফ্রান্সের সর্বত্র নিরাপত্তার ঘোরাটোপে মুড়ে ফেলা হয়। বাদ যায়নি নিস এয়ারপোর্ট। সেনাকর্মীরা এয়ারপোর্ট বন্ধ করে দেন। ফলে টার্মিনালেই আটকে পড়েন যাত্রীরা। তবে সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার নিস এয়ারপোর্ট খুলে দেওয়া হয়েছে। হামলার পর জারি করা সতর্কতা ওঠানোর পর এয়ারপোর্ট দিয়ে বিমান চলাচল শুরু হয়েছে। যাত্রীরাও ধীরে ধীরে নিজেদের গন্তব্যের দিকে রওনা দিতে শুরু করেছেন।

নিস এয়ারপোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে, হামলার পর এ দিনের উড়ান স্বাভাবিক হয়েছে। সাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, “নিস হামলার মতো দুর্ভাগ্যজনক ঘটনা সত্ত্বেও এয়ারপোর্টে যাতাযাত নির্বিঘ্নেই হবে। বিমান ওঠানামাতেও ব্যাঘাত ঘটবে না।”

আরও পড়ুন

আবার রক্তাক্ত ফ্রান্স, উৎসবের নিসে ‘জঙ্গি’ ট্রাক পিষে মারল ৮৪ জনকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nice airport attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE